
ব্যালন ডি’অর ২০২৫: দেম্বেলেকে মেসি-এমবাপের বার্তা
খেলা ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৯
প্যারিসের জমকালো সন্ধ্যায় ব্যালন ডি’অর ২০২৫-এর আসরে সবার চোখ ছিল দুই প্রতিদ্বন্দ্বীর দিকে। উসমান দেম্বেলে ও লামিনে ইয়ামালও ছিলেন প্রতীক্ষায়। শেষ পর্যন্ত প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে নিলেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড দেম্বেলে। মৌসুমজুড়ে অসাধারণ পারফরম্যান্স এবং ধারাবাহিকতা তাকে এনে দিয়েছে সোনালি বল।
দেম্বেলের হাতে ব্যালন উঠতেই শুভেচ্ছার বন্যা বইতে থাকে সামাজিক যোগাযোগমাধ্যমে। অভিনন্দন জানান বর্তমান ও সাবেক সতীর্থরা। ব্যতিক্রম নন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। জাতীয় দলের সহযোদ্ধা হিসেবে দেম্বেলেকে প্রথম শুভেচ্ছা জানান এমবাপে।
ইনস্টাগ্রামে এমবাপে লেখেন, ‘উসমান দেম্বেলে! রোমাঞ্চকর মুহূর্ত, আমার ভাই! তুমি এটা ১০০০ বার প্রাপ্য।’ ব্যালনের এই আসরে এমবাপে ছিলেন তালিকার সপ্তম স্থানে।
অন্যদিকে বার্সেলোনায় চার মৌসুম একসঙ্গে খেলা দেম্বেলের এমন সাফল্যে খুশি মেসিও। ইনস্টাগ্রামে দেম্বেলের পোস্টে মন্তব্য করে মেসি লেখেন, ‘গ্রেট উস..! অভিনন্দন। আমি তোমার এই অর্জনে খুশি। তুমি এটা প্রাপ্য ছিলে।’
গত মৌসুমে দেম্বেলে পিএসজির হয়ে খেলেছেন ৫৩টি ম্যাচ। করেছেন ৩৫টি গোল এবং অ্যাসিস্ট ১৬টি। ক্লাবটির ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ফরাসি সুপার কাপের ফাইনালেও জয়সূচক একমাত্র গোলটি তারই পা থেকে আসে।
পুরস্কার হাতে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়ায় দেম্বেলে স্মরণ করেন বার্সেলোনায় কাটানো সময়। বলেন, ‘আমি সেখানে অনেক কিছু শিখেছি। মেসি আর ইনিয়েস্তার মতো কিংবদন্তিদের সঙ্গে খেলাটা ছিল দারুণ এক অভিজ্ঞতা। আজ যখন দেখি কারা এই পুরস্কার জিতেছে, তখন নিজের নাম সেখানে দেখে গর্ব হয়।’
এই পুরস্কার জয়ে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন বার্সেলোনার তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল। তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচে করেছেন ১৮ গোল ও ২৫টি অ্যাসিস্ট। তবে দেম্বেলের পরিণত পারফরম্যান্স আর শিরোপা জয়ই শেষ পর্যন্ত তাকে এগিয়ে রেখেছে।
এমআই