
পাকিস্তানের কাঁপন ছুটিয়ে ১ রানে হারল নেপাল
খেলা ডেস্ক
২২ আগস্ট ২০২৫, ২২:৩৩
শেষ ওভারে প্রয়োজন ছিল আট রান। ফয়সাল আকরামের প্রথম দুই বলে চার নিয়ে ম্যাচকে সহজ করে দেন দিপেন্দ্র সিং আয়রি। কিন্তু শেষ চার বলে মাত্র ২ রান তুলেছে নেপাল। তাতেই পাকিস্তান শাহিনসের বিপক্ষে মাত্র ১ রানের হার নিয়ে মাঠ ছেড়েছে দলটি।
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে আজ শুক্রবার প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান শাহিনস ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রান তোলে। ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। মাত্র ৪ রানের মধ্যেই দুই টপ অর্ডার ফিরে যান প্যাভিলিয়নে। এরপর ইনিংস মেরামতের দায়িত্ব নেন অধিনায়ক ইরফান খান।
ইরফান ২৬ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে ছিল ৩টি চার ও ১টি ছক্কা। তার সঙ্গে আব্দুল সামাদ (২৬) ও মোহাম্মদ ওয়াসিম (২৩) কিছু গুরুত্বপূর্ণ রান যোগ করে দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন। নেপালের সোমপাল ৩, দিপেন্দ্র সিং ২, নন্দন ২ ও কুশল একটি করে উইকেট শিকার করেন।
১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নেপাল ইনিংসের শুরুতে চাপের মুখে পড়ে। কুশল ভুর্তেল মাত্র ৪ রানে আউট হন। এরপর আসিফ শেখ ও রোহিত পাউডেল দলের ভিত গড়ে তোলেন। ৪৪ বলে ৫২ রান করে আউট হয়েছেন রোহিত। ২১ বলে ৪১ রান করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন দিপেন্দ্র সিং।
শেষ দুই ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৮ রান। ওয়াসিম জুনিয়রের ১৯তম ওভারে ১০ রান নেয় নেপাল। তাতে শেষ ৬ বলে ৮ দরকার ছিল এশিয়ান দেশটির। কিন্তু পাকিস্তানের স্পিনার শেষ ওভারে মাত্র ৬ রান খরচ করেন। তাতেই এক রানের ব্যবধানে হেরে নেপাল জাতীয় ক্রিকেট দল।
পাকিস্তানের পক্ষে মোহাম্মদ ওয়াসিম ও ফয়সাল আকরাম ২টি করে উইকেট নেন। ৩ ওভারে ২৮ রান দিয়ে নেন ১টি গুরুত্বপূর্ণ উইকেট নেন মোহাম্মদ সালমান।
এমআই