
‘ভিউ বাণিজ্যের জন্য আর কত নিচে নামবেন’
খেলা ডেস্ক
১৪ আগস্ট ২০২৫, ২১:০২
আন্তর্জাতিক সিরিজের ব্যস্ততা নেই। ঢাকায় ফিটনের ট্রেনিং সারছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। কোচ নাথান কেলি কড়া ট্রেনিং ক্রিকেটারদের ‘ছেড়ে মা কেঁদে বাঁচি’ অবস্থা। প্রথম দিকে সব ক্রিকেটার না থাকলেও ধীরে ধীরে যোগ দিয়েছেন তারা। কেবল বাকি রয়েছেন ব্যাটার তাওহীদ হৃদয়।
কিছুদিন আগে ইংল্যান্ডে ছিলেন ডানহাতি এই ব্যাটার। ফেসবুকে জানিয়েছিলেন সে খবরও। সেটা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে আজ বৃহস্পতিবার জানালেন মায়ের চিকিৎসার জন্য সিরাজগঞ্জে রয়েছেন তিনি। এ কারণে দলের সঙ্গে ট্রেনিংয়ে ছিলেন না এই ক্রিকেটার।
এক ফেসবুক পোস্টে হৃদয় বলেন, ‘বাংলাদেশে এসেছি বেশ কয়েকদিন হলো। মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য সকাল থেকে মাকে নিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরের একটি হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। এরকম সময় আমি ইংল্যান্ড নাকি তুরস্ক সেটা যাচাইয়ের জন্য এতো ফোন…।’
‘ভিউ বাণিজ্যর জন্য আর কতো নিচে নামবেন আপনারা?? পাবলিক ফিগার হলেও আমিও একজন মানুষ, আমারও পারিবারিক সমস্যা থাকতে পারে। আমিও মানুষিকভাবে সবসময় ঠিক নাও থাকতে পারি। ফোন ধরতে সময় পাচ্ছি না, তাই এখানেই ক্লিয়ার করলাম’- যোগ করেন তিনি।
উল্লেখ্য, বাংলাদেশ দলের সাদা বলের ক্রিকেটে নিয়মিত মুখ তাওহীদ হৃদয়। তবে জাতীয় দলের ক্যাম্পে ব্যাটারকে দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়েছিলেন ক্রিকেটাররা। এবার হৃদয় নিজেই নিজের বর্তমান অবস্থান পরিষ্কার করেছেন।
এমআই