
৬৫ রান ও ৯ উইকেট নেওয়ায় বড় সুখবর পেলেন রিশাদ
খেলা ডেস্ক
২২ অক্টোবর ২০২৫, ১৫:৪১
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ব্যাট ও বল হাতে দারুণ পারফর্ম করছেন অলরাউন্ডার রিশাদ হোসেন। দুই ম্যাচে ব্যাট হাতে ৬৫ রান ও বল হাতে ৯ উইকেট শিকার করে বোলিং ও অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে নিজেকে অনেক ওপরে তুলে নিয়েছেন এই তরুণ লেগস্পিনার।
আইসিসির সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিং অনুযায়ী, বোলিং র্যাঙ্কিংয়ে রিশাদ ৬৫ ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ৬৮তম স্থানে। তার রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৪৩০—যা তার ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ। শুধু বোলিংই নয়, অলরাউন্ডার হিসেবেও বড় উন্নতি হয়েছে রিশাদের। ৩৭ ধাপ এগিয়ে অলরাউন্ডার তালিকায় এখন তার অবস্থান ৮৭তম।
সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুরে ব্যাট হাতে ১৩ বলে ২৬ রানের ইনিংস খেলেন রিশাদ। এরপর বল হাতে গড়েন নিজের ক্যারিয়ারসেরা বোলিং ফিগার—মাত্র ৩৫ রান খরচায় নেন ৬ উইকেট। যা কোনো বাংলাদেশি ডানহাতি স্পিনারের সেরা বোলিং ফিগার। এমনকি সেই ম্যাচে তার পারফরম্যান্সই ছিল দলের সেরা।
দ্বিতীয় ওয়ানডেতে আরও আক্রমণাত্মক রূপে দেখা যায় তাকে। ব্যাট হাতে মাত্র ১৪ বলে ৩৯ রান করেন তিনি, যেখানে ছিল ৩টি করে চার ও ছক্কার মার। এরপর বল হাতে ১০ ওভারে ৪২ রান দিয়ে শিকার করেন আরও ৩ উইকেট। টানা দুই ম্যাচে ব্যাট-বল হাতে তার এমন অলরাউন্ড নৈপুণ্যই তাকে র্যাঙ্কিংয়ে এই বিশাল লাফ এনে দিয়েছে।
টি-টোয়েন্টি দলে নিয়মিত মুখ হলেও ওয়ানডে দলে এখনো রিশাদকে বেছে বেছে খেলানো হয়। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম দুই ম্যাচেই একাদশে সুযোগ পেয়ে নিজের দক্ষতা প্রমাণ করেছেন দুর্দান্তভাবে। এমন পারফরম্যান্সের পর ওয়ানডে দলেও তার অবস্থান আরও দৃঢ় হওয়ার ইঙ্গিত দিচ্ছেন তিনি।
বাংলাদেশ দলে কার্যকর একজন লেগস্পিনার অনেকদিন ধরেই ছিল না। রিশাদ সেই শূন্যতা পূরণে বড় আশা জাগিয়েছেন। তার সাম্প্রতিক ফর্ম যদি ধরে রাখতে পারেন, তাহলে তিনি হয়ে উঠতে পারেন দলের জন্য একজন ম্যাচ উইনার অলরাউন্ডার। দলের নিজের অবস্থান আরও পাকাপোক্ত করতে সেটাই করতে চাইবেন রিশাদ হোসেন।
এমআই