
হ্যাটট্রিকসহ ৫ উইকেট, ইতিহাস গড়লেন ১৭ বছরের স্পিনার
খেলা ডেস্ক
১৯ জুলাই ২০২৫, ২০:১৬
বয়স মাত্র ১৭। প্রাপ্ত বয়স্ক হিসেবে এখনো নাম লেখাননি ইংলিশ স্পিনার ফারহান আহমেদ। তবে এই বয়সেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন নটিংহ্যামশায়ারের এই বোলার। ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা ভাইটালিটি ব্লাস্টে গতকাল শুক্রবার হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার করেছেন ফারহান।
ব্যক্তিগত ৪ ওভারে ২৫ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন এই অফ স্পিনার। যেখানে ল্যাঙ্কাশায়ারের ইনিংসের শেষ তিন বলে লুক উড, টম অ্যাস্পিনওয়াল ও মিচেল স্ট্যানলিকে আউট করে হ্যাটট্রিকের আনন্দে মাতেন তিনি। ১৭ বছর ১৪৭ দিন বয়সে হ্যাটট্রিক নেওয়ার স্বাদ পেলেন ফারহান আহমেদ।
ইংল্যান্ড জাতীয় দলে খেলা ২০ বছর বয়সী লেগ স্পিনার রেহান আহমেদের ভাই ফারহান। গত বছর প্রথম শ্রেণির ক্রিকেটে এক ম্যাচে ১০ উইকেট নিয়ে সাড়া ফেলে দিয়েছেন তিনি। এবার টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টে হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার করেছেন তিনি।
বিশ ওভারের ক্রিকেটে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক নেওয়ার স্বাদ পেয়েছেন ফারহান আহমেদ। টি-টোয়েন্টিতে তার চেয়েও কম বয়সে হ্যাটট্রিক করেছেন সিয়েরা লিওনের জর্জ সেসের। ২০২৩ সালের ডিসেম্বরে টি-টোয়েন্টিতে বতসোয়ানার বিপক্ষে ১৭ বছর ৩ দিন বয়সে এই পেসার হ্যাটট্রিক করেন।
আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর ক্রিকেটারদের মধ্যে ২০ বছর বয়সের নিচে হ্যাটট্রিক করেছেন কেবল একজন। ২০১৯ সালের অক্টোবরে লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ওভার মিলিয়ে হ্যাটট্রিক করেছিলেন পাকিস্তানের পেসার মোহাম্মদ হাসনাইন। তখন তার বয়স ছিল ১৯ বছর ১৮৩ দিন।
এমআই