
পাকিস্তান সিরিজের আগে যে কারণে বাতিল লিটনদের অনুশীলন
খেলা ডেস্ক
১৮ জুলাই ২০২৫, ১৭:১৪
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতে গতকাল দেশে ফিরেছে বাংলাদেশ দল। জয়ের উদযাপন অবশ্য দীর্ঘ করার সুযোগ নেই লিটনদের। আগামী ২০ জুলাই থেকে দেশের মাটিতে শুরু হচ্ছে পাকিস্তান সিরিজ। তিন ম্যাচ সিরিজের সব খেলাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
পাকিস্তান সিরিজকে ঘিরে আজ বেলা ২টায় মিরপুরে বাংলাদেশ দলের অনুশীলন হওয়ার কথা ছিল। তবে পূর্বনির্ধারিত এই অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সূত্রে জানা গেছে, তাঁদের বিশ্রামের সুযোগ দিতেই অনুশীলন বাতিল করা হয়েছে। তবে কেউ চাইলে ব্যক্তিগতভাবে অনুশীলন করতে পারবেন বলে জানানো হয়েছে।
ঐচ্ছিক অনুশীলনে মিরপুরে হাজির হয়েছেন ওপেনার নাঈম শেখ। শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচে সুযোগ পেলেও ২৯ বলে ৩২ রান করে সমালোচনার রোষানলে পড়েছেন এই ক্রিকেটার। ফলে পাকিস্তানের সিরিজের আগে নিজেকে ঝালিয়ে নিতে মিরপুরে একাই ঘাম ঝরাচ্ছেন এই ব্যাটার।
নাইমের একাকী অনুশীলনে কোনো কোচ উপস্থিত ছিলেন না। ক্রিকেটারদের মতো কোচরাও আপাতত বিশ্রামে আছেন। আগামীকাল সন্ধ্যা ৬টায় শুরু হবে লিটনদের প্রস্তুতি। অন্যদিকে সফরকারী পাকিস্তান আজ বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত মিরপুরে অনুশীলন করবে।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত ২২ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে পাকিস্তান ১৯ ও বাংলাদেশ ৩ বার জয় লাভ করেছে। গেল মে মাসে পাকিস্তানের মাটিতে খেলা সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছে লিটনের দল। এবার ঘরের মাঠে প্রতিশোধ নেওয়ার পালা।
এমআই