Advertisement
Us Bangla Airlines
টি-টোয়েন্টিতে জাকেরের ব্যাটে নতুন মাইলফলক

টি-টোয়েন্টিতে জাকেরের ব্যাটে নতুন মাইলফলক

খেলা ডেস্ক

১৫ জুলাই ২০২৫, ১৩:৫৮

ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ছিলেন না জাকের আলী। দ্বিতীয় ম্যাচে একাদশে সুযোগ পেলেও ব্যাট হাতে তেমন কিছু করার সুযোগ পাননি। দুর্দান্ত ব্যাটিং করা শামীম হোসেনের ডাকে সাড়া দিয়ে রান আউটের শিকার হয়েছেন এই ডানহাতি ব্যাটার।

লঙ্কানদের বিপক্ষে ২ বলে তিন রান করেছেন জাকের। এক অঙ্কের ঘরে আউট হলেও রেকর্ডবুকে নাম লিখিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। দেশের ১৩তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০০ রান করেছেন জাকের আলী অনিক।

টি-টোয়েন্টি একাদশে কে ফিরলেন, কে বাদ পড়লেন?

শ্রীলঙ্কার বিপক্ষে কুড়ি ওভারের সিরিজ শুরুর আগে ৪৯৭ রান করেছিলেন এই ব্যাটার। ফলে ৫০০ রানের ক্লাবে প্রবেশ করতে মাত্র তিন রানের প্রয়োজন ছিল তার। দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিন রান করেই রান আউটের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেছিলেন তিনি। তাতেই টি-টোয়েন্টিতে ৫০০ রান করেছেন এই ডানহাতি।

বিশ ওভারের ক্রিকেটে ৫০০ রান করতে ২৭ ইনিংস ব্যাট করেছেন জাকের আলী। যেখানে ২৬ গড়ে ও ১২৭ স্ট্রাইক রেটে এই রান করেছেন তিনি। টি-টোয়েন্টিতে ম্যাচ ও রানের সংখ্যা বেশি হলেও ওয়ানডেতে ১০ ম্যাচে ৩৬৬ এবং টেস্টে ৬ ম্যাচে ৩৩৭ রান করেছেন ২৭ বছর বয়সী এই ব্যাটার।

জাকেরের ৩২ ধাপ উন্নতি, সুখবর পেলেন হৃদয়

গেল বছর আলিস আল ইসলামের ইনজুরিতে জাতীয় দলে জায়গা পান জাকের আলী। সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সংস্করণে অভিষেক ম্যাচে নজরকাড়া ইনিংস খেলেন এই ব্যাটার। ৩৪ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলেন এই ব্যাটার। এবার লঙ্কানদের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে তেমন ইনিংস প্রত্যাশা ভক্তদের।

এমআই