
রেকর্ড গড়ার অপেক্ষায় নাইম, সাইফউদ্দিনসহ যেসব ক্রিকেটার
খেলা ডেস্ক
১০ জুলাই ২০২৫, ১৮:৫৪
মিনিট কয়েক পরেই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। পাল্লাকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এই ম্যাচ অনুষ্ঠিত হবে। কুড়ি ওভারের এই সিরিজকে ঘিরে রেকর্ড গড়ার অপেক্ষায় বাংলাদেশের একাধিক ক্রিকেটার। লক্ষ্যে পৌঁছাতে পারলে নির্দিষ্ট মাইলফলকে পা রাখবেন তারা।
টি-টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে লম্বা সময় ধরে খেলছেন স্পিনার শেখ মেহেদী হাসান। ইতোমধ্যে ৫৫ ইনিংসে ৪৯ উইকেট নিয়েছেন এই ডানহাতি স্পিনার। লঙ্কা সিরিজে মাত্র একটি উইকেট পেলেই দেশের ৫ম ক্রিকেটার হিসেবে ৫০ উইকেট শিকার করার মাইলফলক ছুঁবেন তিনি।
সাকিব আল হাসানের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অন্তত সাড়ে তিনশ রান ও ৫০ উইকেট নেওয়ার সুযোগ তাঁর সামনে। ৫০ উইকেট নিলে হবেন দ্বিতীয় স্পিনার হিসেবে এ কীর্তি গড়বেন তিনি।
টি-টোয়েন্টিতে ৫০ উইকেট নেওয়ার মাইলফলকে নাম লেখাতে অপেক্ষায় আরও দুই ক্রিকেটার। লেগ স্পিনার রিশাদ হোসেন ৭ ও মিডিয়াম ফাস্ট বোলার মোহাম্মদ সাইফউদ্দিন ৮ উইকেট শিকার করতে পারলেই উইকেটের ফিফটির কীর্তি গড়বেন।
ব্যাটার হিসেবেও নতুন মাইলফলকের অপেক্ষায় আছেন দুই ব্যাটার। মাত্র ৩ রান করলেই দেশের ১৩তম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০০ রান করবেন জাকের আলী অনিক। আর লঙ্কা সিরিজে ১৮৫ রান করলে বাংলাদেশের ৮ম ক্রিকেটার হিসেবে হাজার রানের মাইলফলকে পৌঁছাবেন ওপেনার নাইম শেখ।
শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেট পেলে সাকিব আল হাসানকে (১২) ছাড়িয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হবেন তাসকিন আহমেদ (১০)। এ তালিকায় ১৭ উইকেট নিয়ে সবার ওপরে রয়েছেন মোস্তাফিজুর রহমান।
এমআই