
সামিত সোমসহ যাদের নিয়ে খেলতে নামছে বাংলাদেশ
খেলা ডেস্ক
১০ জুন ২০২৫, ১৮:১৯
সিঙ্গাপুর ম্যাচের শুরুর একাদশ প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এশিয়ান কাপ বাছাই পর্বের এ ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হচ্ছে সামিত সোমের। পাশাপাশি শুরুর একাদশে আছেন আলোচনায় আসা ফাহামিদুল ইসলাম। তবে দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে শুরুর একাদশে রাখেননি কোচ হ্যাভিয়ের কাবরেরা।
ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে শুরুর একাদশে ছিলেন জামাল। তবে প্রথমার্ধ শেষে তাকে তুলে নেন কোচ কাবরেরা। প্রীতি ম্যাচে তিনটি পরিষ্কার সুযোগ পেয়েও গোল করতে পারেননি। যদিও ভারতের বিপক্ষেও এক মিনিটের জন্য জামালকে নামাননি বাংলাদেশের কোচ। ফলে জামালকে না রাখায় আর্মব্যান্ড পরে মাঠে নামবেন তপু বর্মন।
শুরুর একাদশে জায়গা পাননি প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোল করা মোহাম্মদ আলআমিন। ভুটানের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামলেও তাকে রাখা হয়নি সিঙ্গাপুরের একাদশে। এছাড়া এককালে আলোড়ন ছড়ানো মিডফিল্ডার মোরসালিনও নেই শুরুর একাদশে।
আগের ম্যাচে গোল করা মিডফিল্ডার সোহেল রানার জায়গায় এসেছেন মোহাম্মদ হৃদয়। আর লেফট ব্যাক তাজ উদ্দিনের পরিবর্তে একাদশে ফিরেছেন শাকিল আহাদ তপু। একই পজিশনে খেলা ঈসা ফয়সালকে চূড়ান্ত একাদশ থেকেই সরিয়ে দিয়েছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ।
সিঙ্গাপুরের বিপক্ষে প্রবাসী ফুটবলারের ওপর বেশি আস্থা রাখছেন হ্যাভিয়ের কাবরেরা। সামিত ছাড়াও একাদশে হামজা চৌধুরী, কাজেম শাহ, ফাহামিদুল, তারেক কাজী। স্ট্রাইকিং পজিশনের ফাহামিদুলের সঙ্গী কিংসের রাকিব হোসেন।
বাংলাদেশ একাদশ
রাকিব হোসেন, ফাহামিদুল ইসলাম, সামিত সোম, সৈয়দ কাজেম শাহ, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, সাদ উদ্দিন, তপু বর্মন, তারিক কাজী, শাকিল আহাদ, মিতুল মারমা (গোলরক্ষক)