Advertisement
Us Bangla Airlines
দেশের মাটিতে হামজার সঙ্গে অভিষেক হচ্ছে ফাহামিদুলের

দেশের মাটিতে হামজার সঙ্গে অভিষেক হচ্ছে ফাহামিদুলের

খেলা ডেস্ক

০৪ জুন ২০২৫, ১৮:৫১

ভুটানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে দেশের মাটিতে অভিষেক হচ্ছে হামজা চৌধুরীর। একইসঙ্গে বাংলাদেশ দলে অভিষেক হতে যাচ্ছে ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের। সামাজিকমাধ্যমে শুরুর একাদশ প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ধারণা করা হচ্ছিলো, ভুটানের বিপক্ষে খেলবেন না হামজা চৌধুরী। তবে গতকাল হামজার খেলার ব্যাপারটি নিশ্চিত করেছেন বাংলাদেশি কোচ হ্যাভিয়ের কাবরেরা। একইসঙ্গে ফাহামিদুলের খেলার বিষয়টিও জানিয়েছেন তিনি। এবার আসলো চূড়ান্ত সিদ্ধান্ত।

ভারত ম্যাচে সবচেয়ে আলোচিত ছিলেন ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। কোচ তাকে সৌদি থেকে ঢাকায় না এনে ইতালি পাঠানোয় নানা সমালোচনা হয়েছিল। এবার জুন উইন্ডোতে ফাহমিদুলকে আবার দলে ডেকেছেন। ভুটান ম্যাচে একাদশেও রেখেছেন। 

ভারত ম্যাচে অধিনায়ক জামাল ভুঁইয়াকে খেলাননি হ্যাভিয়ের। আজ প্রীতি ম্যাচে জামালের হাতেই আর্মব্যান্ড। গোলরক্ষক মিতুল মারমা রয়েছেন গোলপোস্টের নিচে। ডিফেন্ডার তপু বর্মণ, তারিক কাজী ও দুই ভাই সাদ এবং তাজ উদ্দিন। মিডফিল্ডে হামজা, জামালের সঙ্গে সোহেল রানা ও কাজেম। ফরোয়ার্ড হিসেবে আছেন ফাহামিদুল ও রাকিব। 

ভুটানের বিপক্ষে বাংলাদেশের একাদশ 

তপু বর্মন, জামাল ভূঁইয়া (অধিনায়ক), হামজা চৌধুরী, রাকিব হোসেন, মিতুল মারমা (গোলরক্ষক), তারিক কাজী, ফাহামিদুল ইসলাম, সোহেল রানা, কাজেম শাহ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন।