
হামজাকে নিয়ে সুখবর দিলেন কোচ, অভিষেক হচ্ছে ফাহমিদুলের?
খেলা ডেস্ক
০৩ জুন ২০২৫, ২০:০৪
এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আগামী ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হবে। তবে সেই ম্যাচের আগে ভুটানের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আগামীকাল সন্ধ্যা ৭টায় এ ম্যাচ অনুষ্ঠিত হবে।
দীর্ঘ পাঁচ বছর জাতীয় স্টেডিয়ামে কোনো ম্যাচ মাঠে গড়াতে যাচ্ছে। ভুটানের বিপক্ষে এই ম্যাচেই দেশের মাটিতে অভিষেক হতে যাচ্ছে হামজা চৌধুরীর। পাশাপাশি আরেক প্রবাসী ফাহামিদুল ইসলামকেও এই ম্যাচে দেখা যাবে বলে জানিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
গতকাল (সোমবার) সকালে ইংল্যান্ড থেকে দেশে এসে পৌঁছেছেন লেস্টার সিটির তারকা হামজা চৌধুরী। সকালে ঢাকায় পৌঁছে বিকেলে মাঠে নেমেছিলেন হামজা চৌধুরী। ধারণা করা হচ্ছিলো, ভুটানের মতো ছোট দলের বিপক্ষে হামজাকে খেলাবেন না কোচ।
সবার ধারণাকে পাল্টে দিয়ে ভুটানের বিপক্ষেও ইংলিশ প্রিমিয়ার লিগের তারকাকে খেলানোর কথা জানিয়েছেন হাভিয়ের কাবরেরা। পাশাপাশি ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামকে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচে খেলানোর পক্ষে সায় দিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ।
হামজা, ফাহামিদুল বাংলাদেশে আসলেও এখনো ঢাকায় পৌঁছাননি কানাডিয়ান প্রবাসী সামিত সোম। আগামীকাল (৪ জুন) এই মিডফিল্ডারের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ভুটানের বিপক্ষে নিশ্চিতভাবেই ম্যাচটি মিস করবেন তিনি। তবে সিঙ্গাপুরের বিপক্ষে সামিত সোমের অভিষেক হবে বলে জানা গেছে।
এমআই