Advertisement
Us Bangla Airlines
হোয়াইটওয়াশ হয়েও দুই ইতিবাচক দিক খুঁজে পেল বাংলাদেশ

হোয়াইটওয়াশ হয়েও দুই ইতিবাচক দিক খুঁজে পেল বাংলাদেশ

খেলা ডেস্ক

০২ জুন ২০২৫, ১৪:৫৫

পাকিস্তানে পা রেখে সিরিজ জয়ের গল্প শুনিয়েছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। বাস্তবতা যে ভিন্ন হওয়ার কথা, তা অনুমান করা যাচ্ছিলো। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হেরে পাকিস্তানে হোয়াইটওয়াশের স্বাদ নিল বাংলাদেশ। তিন ম্যাচের কোনোটাতেই লড়াইটুকুও করতে পারেনি লিটনের দল।

সিরিজের শুরুর দুই ম্যাচে ব্যাট হাতে ধরাশায়ী হওয়ার পর গতকাল বল হাতে পরাস্ত ছিলেন লিটনরা। তাতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে সবগুলো হেরে দেশে ফিরছে বাংলাদেশ। শাদাবদের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পরেও দুই ইতিবাচক দিকের কথা জানিয়েছেন টাইগার কোচ ফিল সিমন্স।

‘কীভাবে বল করতে হবে, আমাদেরকে শিখতে হবে’

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘সবচেয়ে বড় ইতিবাচক হচ্ছে ওপেনিং জুটিটা কাজে দিচ্ছে। আজকে আমরা দেখেছি যখন একসাথে ভালো করবে, তখন তারা (তানজিদ এবং ইমন) কতটা ধ্বংসাত্মক হতে পারে । আমরা চেষ্টা করব পেসাররা যেন তাদের কাজটা ঠিকভাবে করতে পারে এমন উইকেটে।’

আরেকটি ইতিবাচক দিকের কথা জানিয়ে টাইগার কোচ বলেন, ‘আমরা বাংলাদেশে সাধারণত এমন উইকেট পাই না। ফলে এমন উইকেটে যখন খেলি, ভিন্নভাবে কাজ করতে হবে। ফলে এসব জায়গায় আমাদের সঠিকভাবে কাজটা করতে জানতে হবে আমাদের। এটা ক্রিকেটারদের জন্য নতুন শিক্ষনীয় দিক।’

ম্যাচে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সিমন্স বলেন, ‘আমরা যতটা ভালো বল করা দরকার ততটা ভালো পারিনি। আসলে আমি এভাবে বলতে চাই না। আমরা ভালো বল করিনি এর সাথে মোহাম্মদ হারিস দুর্দান্ত ব্যাটিং করেছে। সাইম (আইয়ুব)ও ফর্মে ফিরেছে, সেও ভালো ব্যাট করেছে। আমরা যতটা ভালো করতে পারি ততটা ভালো বল করতে পারিনি।’

এমআই