Advertisement
Us Bangla Airlines
ভারতের অনৈতিক সুবিধা দেওয়ার পর নিয়ম পাল্টালো আইসিসি

ভারতের অনৈতিক সুবিধা দেওয়ার পর নিয়ম পাল্টালো আইসিসি

খেলা ডেস্ক

৩১ মে ২০২৫, ২০:১৫

ঘটনাটা বছরের শুরুর দিকের। ভারত ও ইংল্যান্ড সিরিজে কনকাশন নিয়ম নিয়ে বেশ বিতর্কের জন্ম হয়েছিল। ইংলিশদের বিপক্ষে আইসিসির নিয়মের বাইরে বাড়তি সুবিধা বাগিয়ে নিয়েছিল ভারত। কানকাশনের সেই ঘটনায় ক্রিকেট পাড়ায় বেশ তোলপাড় পড়েছিল। সংবাদ সম্মেলনে ভারতের প্রকাশ্যে সমালোচনা করেছিলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জস বাটলার।

আইসিসির কনকাশন সাবের নিয়ম অনুসারে, কোনো খেলোয়াড় মাথায় আঘাত পেলে ওই খেলোয়াড়ের জায়গায় তাঁর মতোই কাউকে (লাইক টু লাইক) নামাতে পারবে। অর্থাৎ ব্যাটসম্যানের জায়গায় ব্যাটসম্যান, বোলারের জায়গায় বোলার। কিন্তু এখানেই বাড়তি সুবিধা পেয়েছিল ভারত।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাটিং অলরাউন্ডার শিবম দুবের জায়গায় খেলায় পেসার হর্ষিত রানা। ভারতের ব্যাটিং ইনিংসের ১৯.৫ ওভারে ওভারটনের বল শিবম দুবের হেলমেটে আঘাত করে। মাঠে তাৎক্ষণিক ফিজিও আসলেও ম্যাচের শেষ বলে খেলে বিদায় নেন দুবে।

পরে বল করতে নেমে শিবমের পরিবর্তে কনকাশন হিসেবে হর্ষিত রানাকে দলে নেয় ভারত। তাতে আইসিসির লাইক টু লাইক নিয়ম আমলে না নিয়ে ভারতকে সেই ম্যাচে অনৈতিক সুবিধা দিয়েছিল আম্পায়াররা। এবার ভারতের সেই সুবিধার কনকাশন নিয়মে পরিবর্তন আনলো আইসিসি।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে ম্যাচ শুরুর আগে বিকল্প হতে পারে- এমন পাঁচজনের তালিকা ম্যাচ রেফারির কাছে জমা দিতে হবে। এ তালিকায় থাকবে একজন ব্যাটসম্যান, একজন উইকেটকিপার, একজন পেস বোলার, একজন স্পিনার ও একজন অলরাউন্ডার।

এ তালিকায় না থাকা কোনো খেলোয়াড়কে পরিবর্তিত খেলোয়াড় হিসেবে নেওয়া যাবে না। তবে যদি দুর্ভাগ্যজনকভাবে বিকল্প খেলোয়াড় নিজেও মাথায় আঘাত পান, সে ক্ষেত্রে ম্যাচ রেফারি তালিকার বাইরে থেকেও একজন ‘লাইক-ফর-লাইক’ (সদৃশ) খেলোয়াড়কে অনুমোদন দিতে পারবেন।

অবশ্য এমন নিয়ম আমলে নিলেও অলরাউন্ডার শিবম দুবের পরিবর্তে ফাস্ট বোলার হর্ষিত রানাকে নামানো নৈতিক হবে না। তবে এ নিয়মে নির্দিষ্ট ক্রিকেটারের খেলার ধরণ সর্ম্পকে আগে থেকেই অবগত থাকবেন আম্পায়াররা।

আইসিসি জানিয়েছে, আগামী ১৭ জুন শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে গল টেস্ট দিয়ে সাদা পোশাকে এ নিয়ম চালু হবে। এছাড়া ওয়ানডেতে শুরু হবে ২ জুলাই ২০২৫ থেকে। টি-টোয়েন্টিতে আগামী ১০ জুলাই ২০২৫ থেকে শুরু হবে। অর্থাৎ বাংলাদেশের শ্রীলঙ্কা সফর দিয়েই আইসিসির এ নিয়ম কার্যকর হতে যাচ্ছে।

এমআই