Advertisement
Us Bangla Airlines
জাতীয় দলে খেলার আগেই কোচিং শিখছেন আকবর, কারণ কী?

জাতীয় দলে খেলার আগেই কোচিং শিখছেন আকবর, কারণ কী?

খেলা ডেস্ক

১৬ আগস্ট ২০২৫, ১৮:৪৬

বাংলাদেশকে প্রথম বিশ্বকাপ জেতার স্বাদ দিয়েছিলেন আকবর আলী। ২০২০ সালে তার নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে সেদিন বাংলাদেশকে একাই টেনেছিলেন আকবর। বিশ্বকাপ জিতে অল্পতেই নায়ক বনে যাওয়া আকবর এখন পর্যন্ত জাতীয় দলে খেলার সুযোগ পাননি।

জাতীয় দলের জার্সিতে দলকে প্রতিনিধিত্ব না করতে পারলেও এইচপি কিংবা এ দলের নিয়মিত মুখ আকবর আলী। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা এইচপি দলের বিপক্ষে তার নেতৃত্বে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। তবে ঘরোয়া লিগে খেলার পাশাপাশি এখনই কোচিং শিখছেন রংপুরের এই ক্রিকেটার।

সম্প্রতি ইংল্যান্ড থেকে লেভেল-২ কোচিং সম্পন্ন করেছেন আকবর। আজ শনিবার এ খবর তিনি নিজেই নিশ্চিত করেছেন। ক্রিকেটার হিসেবে নিজেকে আরো সমৃদ্ধ করতেই এই কোর্স করেছেন আকবর। মূলত ছোট বেলা থেকেই কোচিং কোর্স করার ইচ্ছে ছিল তার। কারণ তিনি বিশ্বাস করতেন এটা খেলোয়াড় হিসেবে বড় হতে সাহায্য করে।

আকবর জানান, নিজের ব্যাটিংয়ে উন্নতিতে প্রায় দশ বছর আগেই কোচিং শেখার পরিকল্পনা করেছিলেন। প্রোটিয়া তারকা জেপি ডুমিনিও নিজের ব্যাটিংয়ে উন্নতি আনতে এমন পদ্ধতি অনুসরণ করেছিলেন। তাকে দেখেই জাতীয় দলে খেলার আগেই কোচিং শিখছেন আকবর আলী।

এদিকে কোচিং কোর্স করার সুযোগ করে দেয়ার জন্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ দিয়েছেন আকবর।

এমআই