Advertisement
Us Bangla Airlines
বিপিএলে খেলার মাঝেই মা হারালেন খালেদ আহমেদ

বিপিএলে খেলার মাঝেই মা হারালেন খালেদ আহমেদ

খেলা ডেস্ক

১৭ জানুয়ারি ২০২৫, ১৪:৫৬

খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ ছিল চিটাগাং কিংসের একাদশে ছিলেন খালেদ আহমেদ। আগের ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা এ বোলার খুলনার বিপক্ষেও ছিলেন দুর্দান্ত। গতকাল ৪ ওভারে মাত্র ২৬ রান খরচ করে পেয়েছেন ২ উইকেট। দারুণ বোলিংয়ের দিনে বড় দুঃসংবাদ পেলেন সিলেটের সন্তান। গত রাতে খুলনা-চিটাগং ম্যাচের মাঝেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন খালেদের মা।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন খালেদের ভাই জায়েদ আহমেদ। ফেসবুক তিনি স্ট্যাটাসে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন। দুঃখভরা মন নিয়ে জানাচ্ছি, আমার মা আর বেঁচে নেই, তিনি আল্লাহর কাছে চলে গেছেন।’

মায়ের জন্য দোয়া চেয়ে জায়েদ লিখেছেন, ‘আল্লাহ তাকে ক্ষমা করুন এবং হেদায়েতপ্রাপ্তদের মধ্যে জায়গা করে দেন। তাকে পূর্ববর্তী ঈমানদারদের মধ্যে স্থান দিন। আমাদের এবং তাকে ক্ষমা করুন।’

‘আল্লাহ তার কবরকে প্রশস্ত করুন এবং তার ওপর দয়া বর্ষণ করুন। দয়া করে আমার মাকে আপনার দোয়ায় রাখবেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।’

এদিকে চিটাগাং কিংসের পক্ষ থেকে খালেদের মায়ের মৃত্যুতে শোক জানানো হয়েছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘সৈয়দ খালেদ আহমেদের প্রিয় মায়ের মৃত্যুতে আমাদের গভীর সমবেদনা। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।’

এমআই