
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ
খেলা ডেস্ক
১৬ আগস্ট ২০২৫, ১৮:১৬
আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ। পরবর্তী অক্টোবর মাসেই আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে ৩টি ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। গতকাল (শুক্রবার) বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের চূড়ান্ত সূচি প্রকাশ রশিদদের অভিভাবক সংস্থা।
সিরিজটি হওয়ার কথা আগেই শোনা গিয়েছিল। এবার চূড়ান্ত সূচি প্রকাশ করে এর আনুষ্ঠানিকতা প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হবে ২ অক্টোবর। ৪ ও ৬ অক্টোবর হবে পরের দুটি টি-টোয়েন্টি।
টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই দিনের বিরতি দিয়ে বাংলাদেশ-আফগানিস্তান খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ৯ অক্টোবর শুরু হওয়া সিরিজের পরের দুটি ওয়ানডে হবে ১১ ও ১৪ অক্টোবর। টি-টোয়েন্টি ও ওয়ানডে—দুটি সিরিজের সব ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতে।
এই সিরিজের আগে আরব আমিরাতেই টি-টোয়েন্টি সংস্করণের এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। ৯ অক্টোবর শুরু হতে যাওয়া এই এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ উঠলে আফগানিস্তান সিরিজের আগে আর দেশে ফিরবে না বাংলাদেশ। এশিয়া কাপের গ্রুপ ‘বি’তে আফগানিস্তানের সঙ্গে খেলবে বাংলাদেশ।
এসিবির প্রধান নির্বাহী নাসিব খান বলেন, ‘বাংলাদেশকে এই প্রতীক্ষিত সিরিজে আতিথ্য দিতে পেরে আমরা গর্বিত। এই সফর আমাদের অংশীদারত্বের দৃঢ়তা ও নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বমানের ক্রিকেট আয়োজনের প্রতিশ্রুতি তুলে ধরে। উত্তেজনাপূর্ণ ম্যাচ এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতা এই সিরিজে দেখতে পাবেন সমর্থকেরা।’
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি
তারিখ | ম্যাচ |
---|---|
২ অক্টোবর | ১ম টি-টোয়েন্টি |
৪ অক্টোবর | ২য় টি-টোয়েন্টি |
৬ অক্টোবর | ৩য় টি-টোয়েন্টি |
৯ অক্টোবর | ১ম ওয়ানডে |
১১ অক্টোবর | ২য় ওয়ানডে |
১৪ অক্টোবর | ৩য় ওয়ানডে |
এমআই