Advertisement
Us Bangla Airlines
ফুটবলার ছাড়েনি কিংস, জরুরি সভা ডেকেছে বাফুফে

ফুটবলার ছাড়েনি কিংস, জরুরি সভা ডেকেছে বাফুফে

খেলা ডেস্ক

১৬ আগস্ট ২০২৫, ২১:০১

জাতীয় দলের জন্য ১০ জন ফুটবলারকে ছাড়েনি বসুন্ধরা কিংস। ফলে মাত্র ১৪ জন খেলোয়াড় নিয়ে চলছে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের ক্যাম্প। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আজ বিকেলে বাফুফে ভবনে জাতীয় দল কমিটির জরুরি সভা আহ্বান করেছেন কমিটির চেয়ারম্যান ও বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

সামনে রয়েছে অক্টোবরের এশিয়ান কাপ বাছাইপর্ব। তার আগে সেপ্টেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই লক্ষ্যেই ১৩ আগস্ট থেকে শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। এএফসি চ্যালেঞ্জ লিগে খেলা বসুন্ধরা কিংসের ফুটবলারদের ১৫ আগস্ট ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল।

কিন্তু গতকাল দুপুরে কিংস আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, তারা এই মুহূর্তে ফুটবলার ছাড়তে পারবে না। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা গতকাল ১২ এবং আজ ১৪ জন নিয়ে অনুশীলন করিয়েছেন। এমন অবস্থায় স্বাভাবিক প্রস্তুতি ব্যাহত হওয়ায় জাতীয় দলের অনুশীলন আপাতত স্থগিত রেখে আগামীকাল থেকে পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।

বাফুফের সিনিয়র সহসভাপতি ও জাতীয় দল কমিটির ডেপুটি চেয়ারম্যান ইমরুল হাসান একই সঙ্গে বসুন্ধরা কিংসেরও সভাপতি। জাতীয় দলের ক্যাম্প শুরুর চিঠিতে তাঁরই স্বাক্ষর রয়েছে। সব জানার পরেও তাঁর ক্লাবই খেলোয়াড় ছাড়েনি—এ নিয়ে প্রশ্ন উঠছে ফুটবল মহলে।

ফলে জাতীয় দলের অনুশীলনে যেমন সমস্যা তৈরি হয়েছে, তেমনি নতুন করে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে বাফুফে ও কিংস। আজকের জরুরি সভায় ইমরুল হাসান উপস্থিত থাকবেন কি না, অনলাইনে যুক্ত হবেন নাকি অংশই নেবেন না—সে দিকেও চোখ রয়েছে দেশের ফুটবলাঙ্গনের।

কিংস তাদের চিঠিতে জানিয়েছে, প্রাক-মৌসুম প্রস্তুতি ও ইনজুরি ঝুঁকির কারণে তারা এই মুহূর্তে জাতীয় দলে ফুটবলার ছাড়ছে না। তবে ঢাকা আবাহনী জাতীয় দলের জন্য ৭ জন ও অনূর্ধ্ব–২৩ দলের জন্য আরও ৩ জন খেলোয়াড় ছেড়েছে। অন্য ক্লাবগুলোর ক্ষেত্রেও তেমন সমস্যা দেখা যায়নি, শুধুই ব্যতিক্রম বসুন্ধরা কিংস।

আন্তর্জাতিক ফুটবলের নিয়ম অনুযায়ী, ফিফা স্বীকৃত ম্যাচের আগে ৭২ ঘণ্টার মধ্যে ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে বাধ্য। সেই হিসেবে কিংস আইনের দৃষ্টিতে ভুল নয়। তবে দেশের বাস্তবতা, বাফুফের পরিকল্পনা ও জাতীয় স্বার্থ বিবেচনায়—তাদের এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন ‘নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ’ হিসেবে।

এমআই