Advertisement
Us Bangla Airlines
অনূর্ধ্ব-২৩ দলেও হ্যাভিয়ের ক্যাবরেরার আধিপত্য!

অনূর্ধ্ব-২৩ দলেও হ্যাভিয়ের ক্যাবরেরার আধিপত্য!

খেলা ডেস্ক

১৩ আগস্ট ২০২৫, ২১:১১

সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাই। বাংলাদেশ গত দশ দিন ঢাকায় এই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিয়েছে। দু'টি প্রস্তুতি ম্যাচ খেলতে আগামীকাল বাহরাইনে রওনা হবে বাংলাদেশ অ-২৩ দল। বাহরাইন যাত্রার আগে গণমাধ্যমের সামনে এসেছিলেন হেড কোচ সাইফুল বারী টিটু ও অন্যতম খেলোয়াড় শাকিল আহাদ তপু। 

দুই জনকেই সিনিয়র দলের হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার এক অনুশীলন সেশন নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। বিশ্ব জুড়ে হেড কোচই দলের সর্বেসর্বা। খেলোয়াড় ডাকা, অনুশীলন, ম্যাচ পরিকল্পনা সবই তার। বাংলাদেশ অ-২৩ দলে খানিকটা ব্যতিক্রম হচ্ছে। হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার পরামর্শে ২৩ দল নির্বাচিত হয়েছে।

পাশাপাশি গত পরশু ঢাকায় এসে এক অনুশীলন সেশনও করিয়েছেন তিনি। হেড কোচ থাকা সত্ত্বেও আরেক জন কোচের অনুশীলন করানো ফুটবলে বিশেষ ঘটনাই। যদিও বাফুফের ট্যাকনিক্যাল ডাইরেক্টর ও অ-২৩ দলের হেড কোচ সাইফুল বারী টিটু অন্যভাবে দেখছেন বিষয়টি।

তিনি বলেন, 'ব্যাপারটা এ রকম যে ফুল কন্ট্রোল না থাকলে আমি তো হেড কোচ না। আরেকটা হচ্ছে কন্ট্রোল বলতে কি বুঝি এবং প্যারামিটার কি। আমরা আগেই বলেছি হংকংয়ের বিপক্ষে অক্টোবরে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। এই দলে সিনিয়র দলেরও কয়েকজন খেলোয়াড় আছেন। ক্যাবরেরাও অনেক দিন জাতীয় দলে। তার গেম মডেল ঠিক রাখার জন্য আসা খুব অবাক করা ব্যাপার না। কোয়ালিটি এন্ড কন্ট্রোল বিষয়গুলোতে না যাওয়াই ভালো এখন। সামনে আমাদের ভিয়েতনামে টুর্নামেন্ট সেখানেই মনোযোগ।'

এএফসির টুর্নামেন্টে হেড কোচ হতে প্রো লাইসেন্স প্রয়োজন। বাংলাদেশে প্রো লাইসেন্স কোচের সংখ্যা কম। আবার যাদের আছে তারা অ-২৩ দলের দায়িত্ব নিতে আগ্রহী নয়। এতে বাধ্য হয়ে ট্যাকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটুকেই দায়িত্ব নিতে হয়েছে। যেন তার সনদটার জন্যই কোচ ব্যাপারটা এ রকমই মনে করছেন ফুটবলসংশ্লিষ্টরা।

এ নিয়ে টিটুর মন্তব্য, 'আমাদের প্রো লাইসেন্স কোচিং কোর্স আয়োজন করতে পারি। এটা জরুরিও। সামনে হয়তো ঘরোয়া লিগেও হেড কোচ প্রো লাগতে পারে।'

এএফসি চ্যালেঞ্জ লিগ খেলা আবাহনীর ফুটবলার যারা অ-২৩ দলে ডাক পেয়েছেন তারা কাল দলের সঙ্গে বাহরাইন রওনা হবেন। বসুন্ধরা কিংসের ফুটবলাররা কাতারের দোহায় রয়েছেন। সেখান থেকে ১৫ আগস্ট বাহরাইন যাওয়ার কথা। দলের অন্য তিন ফুটবলারের সঙ্গে ইংল্যান্ড প্রবাসী কিউবাও বাহরাইনে যাবেন। 

এ প্রসঙ্গে সাইফুল বারী টিটু সাংবাদিকদের আজ জানিয়েছেন, 'কিংসের চার জন ফুটবলার রিমন, জনি, শ্রাবণ ও কিউবার টিকিট চূড়ান্ত। তারা বাহরাইনে আসবে।'

ঢাকায় ক্যাম্পের শুরু থেকে ছিলেন আমেরিকান প্রবাসী জায়ান আহমেদ। তাকে নিয়ে টিটু বলেন, 'জায়ান ভালো করছে। সে কলেজ পর্যায়ে ফুটবল খেলে। প্রতিদ্বন্দ্বিতামূলক খেলার অভিজ্ঞতা অর্জন করতে হবে। তার এই এক্সপোজার পাওয়া জরুরি।' 

এমআই