Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশসহ অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে খেলবে যারা

বাংলাদেশসহ অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে খেলবে যারা

খেলা ডেস্ক

১১ আগস্ট ২০২৫, ১৫:৩৫

এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে সম্প্রতি জায়গা করে নিয়েছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। ঋতুপর্ণাদের পদাঙ্ক যেন অনুসরণ করলেন তৃষ্ণা-সাগরিকারা। এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপেও জায়গা দখল করেছে বাংলাদেশ দল। ‘এইচ’ গ্রুপ থেকে শীর্ষ তিন রানার্সআপ দল হিসেবে এশিয়ান কাপে জায়গা নিশ্চিত করেছে আফিদা খন্দকারের দল।

আগামী বছরের এপ্রিলে থাইল্যান্ডে দ্বাদশ অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ অনুষ্ঠিত হবে। মোট ১২টি দল খেলবে এই টুর্নামেন্টে। আয়োজক হিসেবে থাইল্যান্ড আগেই মূলপর্ব নিশ্চিত করেছিল। বাকি ১১টি স্থান নিশ্চিত করতে বাছাইপর্বে লড়াই করেছে ৩৩টি দল। গতকাল রবিবার বাছাইপর্ব শেষে সেই ১১টি দল নিশ্চিত হয়েছে। 

১২ দলের মধ্যে শুধু বাংলাদেশই প্রথমবার এশিয়ান কাপে খেলবে। বাকি দলগুলো ন্যূনতম তিনবার করে এই আসরে খেলেছে। আট গ্রুপের সেরা দল হিসেবে দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জাপান, চীন, ভারত, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম ও উত্তর কোরিয়া নিজেদের জায়গা নিশ্চিত করেছে। রানার্সআপ থেকে খেলবে জর্ডান, বাংলাদেশ ও চাইনিজ তাইপে।

সাগরিকার জোড়া গোলে এশিয়ান মঞ্চে বাংলাদেশের দারুণ শুরু!

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। ২০২৬ ফিফা অনূর্ধ্ব২০ নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে পোল্যান্ডে। এই আসরেই প্রথমবারের মতো ২৪টি দল অংশ নেবে। আগের চেয়ে ৮টি দল বেড়ে যাওয়ায় এশিয়া থেকে খেলার সুযোগ পাবে ৪টি দল। এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব থেকে এই চার দল নিশ্চিত করা হবে।

বিশ্বকাপে খেলতে ১২ দলের এশিয়ান কাপ থেকে সেমিফাইনালে ওঠতে হবে সাগরিকাদের। বিষয়টি অসম্ভব না হলেও বিশ্বমঞ্চের টিকিট পেতে বাংলাদেশকে যে কঠিন পথ পাড়ি দিতে হবে, তা অনুমেয়।

অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের দলসমূহ: বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জাপান, চীন, ভারত, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, উত্তর কোরিয়া, জর্ডান, চাইনিজ তাইপে ও স্বাগতিক থাইল্যান্ড।

এমআই