Advertisement
Us Bangla Airlines
৩ জনের মনোনয়ন বাতিল, বড় সুখবর পাচ্ছেন বুলবুল-ফাহিম

৩ জনের মনোনয়ন বাতিল, বড় সুখবর পাচ্ছেন বুলবুল-ফাহিম

খেলা ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩০

বিসিবি পরিচালক পদের নির্বাচন ঘিরে জমে উঠেছে তোড়জোড়। মনোনয়ন জমা দেওয়ার সময় শেষ হওয়ার পরদিনই মিলল চমক। নির্বাচন কমিশন জানিয়েছে, যাচাই-বাছাই শেষে তিনটি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ঢাকা বিভাগ থেকে আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ানের মনোনয়ন অবৈধ ঘোষণা হয়েছে নির্বাচন কমিশন।

ঢাকা বিভাগ থেকে মোট প্রার্থী ছিল তিনজন। আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম ও আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ান। বিসিবি নির্বাচনের নীতি অনুযায়ী, প্রতিটি বিভাগ থেকে দুইজন পরিচালক হবেন। তাতে আব্দুল্লাহ ফুয়াদের মনোনয়ন বাতিল হওয়ায় বুলবুল ও ফাহিমের বিজয় এখন একপ্রকার নিশ্চিত।

শনিবার ৬০টি মনোনয়ন ফরম সংগ্রহ হলেও জমা পড়ে ৫১টি। আজ (সোমবার) কমিশনের যাচাই-বাছাই শেষে ৪৮টি মনোনয়নকে বৈধ ঘোষণা করা হয়। বাতিল হওয়া অন্য দুটি মনোনয়নের একটি চট্টগ্রামের চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার, অপরটি রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার।

তবে মনোনয়ন বাতিল মানেই চূড়ান্ত রায় নয়। তফসিল অনুযায়ী, আগামীকাল (মঙ্গলবার) আপত্তি জানানো যাবে। কেউ আপত্তি জানালে নির্বাচন কমিশন শুনানি শেষে সিদ্ধান্ত নেবে। অর্থাৎ, ফাহিম-বুলবুলের বিজয় এখনও আনুষ্ঠানিক হয়নি, তবে তাদের পথে এখন আর প্রতিদ্বন্দ্বী নেই।

এবার ক্যাটাগরি ১ (জেলা ও বিভাগ) থেকে মনোনয়ন নিয়েছেন ২৫ জন। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে ৩ জন, চট্টগ্রাম ৫, খুলনা ৩, রাজশাহী ৪, সিলেট ৩, রংপুর ৬ ও বরিশাল থেকে ১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। ক্যাটাগরি ২ (ঢাকা শহরের ক্লাব প্রতিনিধি) থেকে মনোনয়ন নিয়েছেন ৩২ জন, আর ক্যাটাগরি ৩ থেকে মনোনয়ন জমা পড়েছে ৩টি।

এমআই