Advertisement
Us Bangla Airlines
১২২ রানে নেই ৬ উইকেট, তবুও জয় পেল অস্ট্রেলিয়া!

১২২ রানে নেই ৬ উইকেট, তবুও জয় পেল অস্ট্রেলিয়া!

খেলা ডেস্ক

১৬ আগস্ট ২০২৫, ২১:১৬

মাত্র ১২২ রানে ৬ উইকেট হারানো অবস্থায় মনে হচ্ছিল, হারের পথেই হাঁটছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য তখনো চাই ৫১ রান, আর স্বীকৃত ব্যাটার হিসেবে কেবল গ্লেন ম্যাক্সওয়েলই ছিলেন ক্রিজে। তবে অভিজ্ঞ এই অলরাউন্ডার চাপের মুহূর্তে ধৈর্য ও দাপটের দারুণ এক মিশ্রণ দেখিয়ে এক বল হাতে রেখেই দলকে জয় এনে দিয়েছেন, পাশাপাশি তুলে নিয়েছেন সিরিজও।

১৩.৫ ওভারে ষষ্ঠ ব্যাটার হিসেবে অ্যারন হার্ডি যখন সাজঘরে ফিরছিলেন, ম্যাক্সওয়েল তখন ছিলেন ১৭ রানে, খেলেছিলেন মাত্র ৮টি বল। সেখান থেকে ম্যাচের বাকিটা একাই টেনে নিয়ে যান তিনি। পরবর্তী ২৮ বল থেকে তোলেন আরও ৪৫ রান। তাঁর ৩৬ বলের ৬২ রানের ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছয়। 

১৮তম ওভারে উত্তেজনা ছড়িয়েছিলেন করবিন বোশ। ডারশুইস ও নাথান এলিসকে পরপর দুই বলে ফেরত পাঠিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা। ওভারটিতে একটিও বল পাননি ম্যাক্সওয়েল, আর অস্ট্রেলিয়া নিতে পারে কেবল ২ রান। শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রান, যা ম্যাক্সওয়েল তুলে ফেলেন মাত্র ৫ বলেই।

৫৬ বলে ১২৫ রান করে র‌্যাঙ্কিংয়ে ব্রেভিসের তোলপাড়

এই নায়কোচিত পারফরম্যান্সের সুবাদে ২ উইকেটের জয় নিশ্চিত করে ম্যাচসেরার পুরস্কারও নিজের করে নেন ম্যাক্সওয়েল।

এর আগে অস্ট্রেলিয়ার হয়ে অধিনায়ক মিচেল মার্শ খেলেন ৫৪ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস। সিরিজটি শেষ হয় ২–১ ব্যবধানে অস্ট্রেলিয়ার অনুকূলে। প্রথম টি-টোয়েন্টিতে তারা জয় পেয়েছিল ১৭ রানে, দ্বিতীয় ম্যাচে হেরে গিয়েছিল ৫৩ রানে।

ম্যাক্সওয়েলের ম্যাচজয়ী ইনিংসের আগে কেয়ার্ন্স স্টেডিয়ামে নজর কেড়েছেন দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার ডেওলাড ব্রেভিস। আগের ম্যাচে দুশোর বেশি স্ট্রাইকরেটে ১২৫ রান করার পর এবারও খেলেছেন ২৬ বলে ৫৩ রানের একটি চোখধাঁধানো ইনিংস।

তাঁর পাশাপাশি ফন ডার ডুসেন করেন ৩৮ রান, ত্রিস্টান স্টাবস ২৫ এবং লুয়ান দ্রে-প্রিটোরিয়াস যোগ করেন আরও ২৪ রান। দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে তোলে ৭ উইকেটে ১৭২ রান। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন নাথান এলিস, ৩১ রানে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট ভাগ করে নেন জশ হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা।

এমআই