Advertisement
Us Bangla Airlines
৪১ বলে সেঞ্চুরি, বিশ্বরেকর্ড গড়লেন ডিওয়াল্ড ব্রেভিস

৪১ বলে সেঞ্চুরি, বিশ্বরেকর্ড গড়লেন ডিওয়াল্ড ব্রেভিস

খেলা ডেস্ক

১২ আগস্ট ২০২৫, ১৭:০৬

মাঠের চতুর্দিকে খেলতে পারেন বলে ‘বেবি এবি’ হিসেবে তকমা পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ডিওয়াল্ড ব্রেভিস। জাতীয় দলে আটটি টি-টোয়েন্টি খেলেও সামর্থ্যের প্রমাণ দিতে পারেননি এই তরুণ ক্রিকেটার। কিন্তু ব্যক্তিগত নবম ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪১ বলে সেঞ্চুরি করে বসেছেন এই ডানহাতি ব্যাটার।

টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার অষ্টম ক্রিকেটার হিসেবে আজ অস্ট্রেলিয়ার ডারউইনে সেঞ্চুরি করেছেন ডিওয়াল্ড ব্রেভিস। তবে বয়সের বিচারে সবাইকে ছাড়িয়ে গেছেন এই ডানহাতি। মাত্র ২২ বছর ১০৫ দিন বয়সে শতরান করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি ইতিহাসে এটাই সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড।

শেষ পর্যন্ত ৫৬ বলে ১২৫ রান করে অপরাজিত ছিলেন ডিওয়াল্ড ব্রেভিস। ইতিহাস গড়া ইনিংস রচনায় ১২ চার ও ৮টি ছক্কা হাঁকিয়েছেন এই মিডলঅর্ডার ব্যাটার। এর আগে জাতীয় দলের জার্সিতে আট ইনিংস ব্যাট করলেও কখনো ফিফটি করতে পারেননি ব্রেভিস। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ প্রথমবার পঞ্চাশোর্ধ ইনিংস খেলে সেঞ্চুরিতে রূপান্তরিত করেছেন।

এদিকে ব্রেভিসের আগে সবচেয়ে কম বয়সে দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছিলেন রিচার্ড লেভি। ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৪ বছর ৩৬ দিন বয়সে ১১৭ রানে অপরাজিত ছিলেন তিনি। এরপর রয়েছেন ডেভিড মিলার, কুইন্টন ডি কক এবং ফাফ ডু প্লেসি—তবে তারা সবাই ব্রেভিসের চেয়ে অনেক বেশি বয়সে সেঞ্চুরি করেছেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড ফ্রান্সের গুস্টাব মেকনের। সুইজারল্যান্ডের বিপক্ষে ১৮ বছর ২৮০ দিনে ১০৯ রান করেছিলেন তিনি। টেস্ট খেলুড়ে দলের হয়ে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করেছেন আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই। আয়ারল্যান্ডের বিপক্ষে ২০ বছর ৩৩৭ দিনে শতকের দেখা পেয়েছেন তিনি।

সবমিলিয়ে টি-টোয়েন্টিতে কম বয়সে সেঞ্চুরির তালিকায় ১৪ নম্বর ও টেস্ট খেলুড়ে দলের হয়ে পঞ্চম স্থানে অবস্থান করছেন ডিওয়াল্ড ব্রেভিস। এ তালিকায় রয়েছেন বাংলাদেশের পারভেজ হোসেন ইমন। চলতি বছরে আরব আমিরাতের বিপক্ষে ২২ বছর ৩৩৯ দিনে শতক হাঁকিয়েছিলেন টাইগার ওপেনার।

এমআই