
অবিশ্বাস্য ঘটনা, ৫৮৬ ধাপ উন্নতি করলেন ফাহিম আশরাফ!
খেলা ডেস্ক
২৬ জুলাই ২০২৫, ১৩:০৮
ক্রিকেটে বিস্ময়কর ঘটনা নতুন কিছু নয়। ব্যাট-বলের রোমাঞ্চে প্রতিনিয়ত জন্ম নেয় নজরকাড়া রেকর্ড। এবার এমনই এক অভাবনীয় কীর্তির জন্ম দিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ। টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এক লাফে ৫৮৬ ধাপ উন্নতি করেছেন তিনি!
বিশ্ব ক্রিকেটে এত বড় র্যাঙ্কিং উন্নতির ঘটনা অত্যন্ত বিরল। কিন্তু বাংলাদেশের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের দারুণ পারফরম্যান্স করে এমনই ইতিহাস গড়েছেন ফাহিম। এরই ধারাবাহিকতায় তিনি বর্তমানে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ৯০তম স্থানে উঠে এসেছেন।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ৫ রান ও বল হাতে তিন ওভারে ২৯ রান খরচ করেছেন তিনি। সিরিজের দ্বিতীয় ম্যাচে নিজের জাত চিনিয়েছেন এই অলরাউন্ডার। বল হাতে ১ উইকেট শিকার করার পাশাপাশি ব্যাট হাতে ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পেয়েছেন তিনি।
দ্বিতীয় ম্যাচে ১৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছিল পাকিস্তান। সেই অবস্থা থেকে দলকে টেনে তুলেন ফাহিম আশরাফ। তার ফিফটিতে জয়ের সম্ভাবনায় ফিরলেও শেষ পর্যন্ত পাকিস্তান ৮ রানে হেরে যায়। তবে ম্যাচ হারলেও, র্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়েছেন এই অলরাউন্ডার।
টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের তালিকায় ৫৮৬ ধাপ এগিয়ে বর্তমানে ৯০তম স্থানে অবস্থান করছেন এই পাকিস্তানি। একই তালিকায় বড় লাফ দিয়েছেন প্রোটিয়া অলরাউন্ডার জর্জ লিন্ডে। ১২৭ ধাপ এগিয়ে ৮০ নম্বরে জায়গা নিয়েছেন তিনি। বাংলাদেশের শেখ মেহেদীও এ তালিকায় ১৩ ধাপ উন্নতি করেছেন।
এমআই