Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়া দুই পেসারকে বাদ দিল পাকিস্তান

বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়া দুই পেসারকে বাদ দিল পাকিস্তান

খেলা ডেস্ক

২৫ জুলাই ২০২৫, ১৯:৫৪

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করা সালমান মির্জা ও আহমেদ দানিয়াল ঘোষিত স্কোয়াডে জায়গা পাননি। তাদের পরিবর্তে টি-টোয়েন্টি দলে ফিরেছেন শাহিন আফ্রিদি ও হারিস রউফ।

দীর্ঘ ৪ মাস পর পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডে ফিরেছেন শাহিন আফ্রিদি। বাঁহাতি তারকা পেসারকে দলে ফেরালেও দুই অভিজ্ঞ ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান স্কোয়াডে জায়গা পাননি। যদিও এই দুই তারকা ব্যাটার পাকিস্তানের ওয়ানডে দলে রয়েছেন।

১৭ বছর পর এমন হার দেখল বাংলাদেশ

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বের দায়িত্বে রয়েছেন সালমান আলি আগা। ওয়েস্ট ইন্ডিজ সফরেও সংক্ষিপ্ত এই ফরম্যাটে দলকে নেতৃত্ব দেবেন তিনিই। দলের পেস আক্রমণে শাহিন, রউফ ছাড়াও হাসান আলীকে ফেরানো হয়েছে। হাসান নাওয়াজ, সাহিবজাদা ফারহানের মতো উঠতি তারকা রয়েছেন এই স্কোয়াডে।

ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন মোহাম্মদ রিজওয়ান। টি-টোয়েন্টি দলে জায়গা না পেলেও ওয়ানডেতে আছেন পেসার নাসিম শাহ। এছাড়া বাবর আজম, আব্দুলাহ শফিকরা থাকছেন এই দলে। আগামী ১ আগস্ট ফ্লোরিডায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। এরপর ওয়ানডে ম্যাচগুলো হবে ত্রিনিদাদে।

এশিয়া কাপ না হলে পাকিস্তানের কত টাকা ক্ষতি হবে?

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, সাইম আয়ুব, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।
 
পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, সাইম আয়ুব, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলি, হাসান নওয়াজ, হুসাইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নাওয়াজ, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।

এমআই