Advertisement
Us Bangla Airlines
‘টি-টোয়েন্টিতে পাকিস্তানকে দুইবার ব্যাট করতে দেওয়া উচিত’

‘টি-টোয়েন্টিতে পাকিস্তানকে দুইবার ব্যাট করতে দেওয়া উচিত’

খেলা ডেস্ক

২৩ জুলাই ২০২৫, ১৩:৪৯

দ্বিপাক্ষিক সিরিজে স্বাগতিকেরা সবসময় হোম ভেন্যুর ফায়দা লুটে। গেল মে মাসে বাংলাদেশকে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে ৩-০ ব্যবধানে হারিয়েছিল পাকিস্তান। যেখানে ১৯৬ রান করেও জিততে পারেনি টাইগাররা। বোলারদের জন্য কোনো সুবিধা না রেখে শুধু ব্যাটারদের জন্য পিচ বানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পিসিবির মতো এবার হোম ভেন্যুর ফায়দা নিচ্ছে বিসিবি। মিরপুরে নিচু ও মন্থর পিচে পাকিস্তানের বড় পরীক্ষা নিচ্ছে টাইগার বোলাররা। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচেই ১৩০ রানের আগে অলআউট হয়েছে পাকিস্তান। যেখানে মাইক হেসনের শিষ্যরা ব্যাট হাতে বেশ ব্যর্থতার পরিচয় দদিয়েছন।

মিরপুরে গতকাল মঙ্গলবার বাংলাদেশের ১৩৩ রানের জবাবে ব্যাটিংয়ে নেমেই মহাবিপদে পড়ে পাকিস্তান। মাত্র ১৫ রানের মধ্যে নেই ৫ উইকেট। শরীফুল ইসলাম, তানজিম সাকিবদের বোলিংয়ের সামনে পাকিস্তানের টপঅর্ডার রীতিমতো অসহায় হয়ে পড়েছিল। সেই ব্যাটারদেরই ম্যাচ শেষে ধুয়ে দিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী।

নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘বাংলাদেশ পাকিস্তানকে আয়না দেখিয়ে দিলো। লজ্জার ব্যাপার। বাবর আজম, রিজওয়ান এবং শাহীনকে ছাড়া পাকিস্তান দল বানানো সম্ভব নয়। বলতে লজ্জা লাগছে- টেস্টে যেভাবে দুই ইনিংস ব্যাটিং করতে হয়, পাকিস্তানের জন্য টি-টোয়েন্টি এবং ওয়ানডেতেও দুই ইনিংস ব্যাটিং চালু করা উচিত।’

গতকাল বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের প্রথম ছয় ব্যাটারের রান ছিল যথাক্রমে ৮, ১, ০, ৯, ০, ০। এমন স্কোরবোর্ড দেখে ক্ষেপে গিয়ে বাসিত বলেছেন, ‘বাংলাদেশ প্রথমে ব্যাটিং করেছে। পাকিস্তান টস জিতলেও ম্যাচ জেতেনি। বাংলাদেশ ১৩৩ রান করেছে, দুইশ রান থেকে ৬৭ রান কম- তাও পাকিস্তান ম্যাচটি হেরেছে।’

এশিয়া কাপ না হলে পাকিস্তানের কত টাকা ক্ষতি হবে?

ব্যাটারদের ব্যঙ্গ করে তিনি আরও বলেন, ‘আপনাদের একটি ফোন নাম্বার বলি। ৮১০৯০০- এটা আমার নাম্বার নয়। এটা পাকিস্তানের টপ অর্ডারের রান!’

পরে বাংলাদেশের প্রশংসা করতে গিয়ে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। এই জয় তাদের প্রাপ্য। ১৩৩ রান যেভাবে তারা ডিফেন্ড করেছে, পুরো ক্রেডিট বাংলাদেশেরই। টপ ক্লাস। বাংলাদেশের সবাইকে শুভেচ্ছা। আপনারা ভালো ক্রিকেট খেলেছেন এবং আমাদের আয়না দেখিয়ে দিয়েছেন!’

এমআই