
এশিয়া কাপ না হলে পাকিস্তানের কত টাকা ক্ষতি হবে?
খেলা ডেস্ক
২২ জুলাই ২০২৫, ২০:৪৫
যুদ্ধ থামলেও ভারত-পাকিস্তান সংঘাতের রেশ এখনো কাটেনি। ক্রীড়াঙ্গনেও সেই রেশ পড়েছে বহু আগেই। এক দশকের বেশি সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। লিজেন্ডস লিগেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে ইউসুফ-রায়নারা। উভয় দেশের দ্বন্দ্ব আসন্ন এশিয়া কাপের ওপর প্রভাব ফেলছে।
এশিয়া কাপের সূচি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা সারতে ঢাকায় সভা করবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে ঢাকার সভা আসতে আপত্তি ভারতের। এসিসির কাছে তারা ভেন্যু বদলের জোর দাবি জানিয়েছিল। এমনকি ভেন্যু না বদলালে এশিয়া কাপ বয়কটের হুমকিও দিয়েছিল ভারত।
চলতি বছরের এশিয়া কাপের আয়োজক ভারত। দুই দেশের দ্বন্দ্বে শেষ পর্যন্ত এশিয়া কাপ অনুষ্ঠিত না হলে বড় ক্ষতির মুখে পড়বে পাকিস্তান। দেশটির ক্রিকেট বোর্ডের বাজেট অনুযায়ী, চলতি অর্থবছরে আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) থেকে প্রায় ৮৮০ কোটি রুপি রাজস্ব আসার কথা, বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ৩৭৫ কোটি টাকা।
এর মধ্যে কেবল আইসিসি থেকেই আসার কথা ২ কোটি ৫৯ লাখ ডলার, যা পাকিস্তানি মুদ্রায় প্রায় ৭৭০ কোটি রুপি (প্রায় ৩২৮ কোটি টাকা)। এশিয়া কাপ থেকে আরও ১১৬ কোটি রুপি (প্রায় ৫০ কোটি টাকা) ও অন্যান্য আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে ৭৭ লাখ রুপি পাওয়ার আশা ছিল।
তবে ভারত-পাকিস্তান দ্বন্দ্বে এবারের এশিয়া কাপ আয়োজন নিয়ে শঙ্কা রয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি গত সপ্তাহে সিঙ্গাপুরে আইসিসি মিটিংয়ে যাননি, যোগ দিয়েছিলেন ভার্চ্যুয়ালি। ঢাকার সভা নিয়ে পাকিস্তান ছাড়া কোনো দেশ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
ভারতীয় গণমাধ্যম বলছে, বিসিসিআইয়ের দাবি মেনে না নিলে আগামী এশিয়া কাপে শুভমান গিলদের দেখা যাবে না। আবার ভারতের সঙ্গে শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওমান জোটে বেঁধেছে বলে গুঞ্জন রয়েছে। তাতে এশিয়া কাপ না হলে ১১৬ কোটি রুপি রাজস্ব হারাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
এমআই