Advertisement
Us Bangla Airlines
ইতিহাস গড়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ

ইতিহাস গড়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ

খেলা ডেস্ক

২২ জুলাই ২০২৫, ২১:৪৯

পাকিস্তানকে আট রানে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ। মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচে সফরকারীদের হারিয়েছে টাইগাররা। তাতে টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথমবারের মতো পাকিস্তানকে সিরিজ হারালো লাল-সবুজের দল। এর আগে বিশ ওভারের ক্রিকেটে তিনটি জয় থাকলেও সিরিজ জেতা হয়নি বাংলাদেশের।

মিরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ (মঙ্গলবার) শুরুতে ব্যাট করে ১৩৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেন ডানহাতি ব্যাটার জাকের আলী। জবাবে ১২৫ রানে সব উইকেট হারায় পাকিস্তান। ফলে বাংলাদেশের বিপক্ষে পরপর দুই ম্যাচে পরাজয় বরণ করে সিরিজ হেরেছে সালমান আগার দল।

এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রান করেছে বাংলাদেশ। ইনফর্ম তানজিদ তামিমকে বিশ্রাম দিয়ে আজ সুযোগ দেওয়া হয়েছিল নাঈম শেখকে। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না এই ওপেনার। 

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলে বড় সুখবর পাবে বাংলাদেশ

ইনিংসের দ্বিতীয় ওভারে ফাহিম আশরাফকে স্কুপ করতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন তিনি। সাজঘরে ফেরার আগে ৭ বল খেলে ৩ রান করেছেন নাঈম। তিনে নেমে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন লিটন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক। মাত্র ৮ করে আউট হয়েছেন এই ডানহাতি।

ব্যর্থ হয়েছেন তাওহিদ হৃদয়ও। ইনিংসের পঞ্চম ওভারে রান আউটে কাটা পড়েন তিনি। পারভেজ ইমনের সঙ্গে ভুল বুঝাবুঝিতে রানের খাতা খুলার আগেই সাজঘরে ফিরতে হয় তাকে। দলের চাপ বাড়িয়ে পরের ওভারেই সাজঘরে ফেরেন ইমন। ১৪ বলে ১৩ রান করেছেন এই ওপেনার।

২৮ রানে চার উইকেট হারানোর পর বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তুলেন শেখ মেহেদি ও জাকের আলী। ২৫ বলে ৩৩ রান করে মেহেদি ফিরলে ভাঙে ৫৩ রানের জুটি। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৪৮ বলে ৫৫ রান করেছেন জাকের। তাতেই ১৩৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। মাত্র ১৫ রান করতে গিয়েই ৫ উইকেট হারায় মাইক হেসনের শিষ্যরা। প্রথম ওভারের শেষ বলে রান আউটের শিকার হয়েছিলেন সায়েম আইয়ুব। ইনিংসের দ্বিতীয় ওভার করতে এসে ব্রেকথ্রু এনে দিয়েছেন শরিফুল ইসলাম। 

বেশিক্ষণ টিকতে পারেননি অভিজ্ঞ ফখর জামানও। লিটনের ক্যাচ বানিয়ে এই ওপেনারকে ফিরিয়েছেন শরিফুল। সাজঘরে ফেরার আগে ৮ বলে ৮ রান করেছেন তিনি। ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবারের মতো আক্রমণে এসে পরপর দুই বলে দুই উইকেট শিকার করেছেন তানজিম হাসান সাকিব।

পাকিস্তানের হাসান নাওয়াজ ও মোহাম্মদ নাওয়াজ শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন। খুশদিল শাহের সঙ্গে ১৫ রানের জুটি গড়েন অধিনায়ক সালমান। তবে শেখ মেহেদীর বল উড়িয়ে খেলতে গিয়ে আউট হয়েছেন তিনি। অধিনায়কের পর ডাগ আউটের পথ ধরেছেন খুশদিল। তাতে ৪৭ রানে ৭ উইকেট হারিয়ে পরাজয়ের শঙ্কায় পাকিস্তান।

সফরকারীদের মনে শেষবেলায় আশা জাগিয়েছেন অলরাউন্ডার ফাহিম আশরাফ। ৩১ বলে দুর্দান্ত ফিফটি করে ম্যাচের মোড় প্রায় ঘুরিয়ে দিয়েছিলেন তিনি। তবে রিশাদের টার্নে পরাস্ত হয়ে ১৯ ওভারের শেষ বলে বোল্ড আউট হন এই ক্রিকেটার। শেষ ওভারে জয়ের জন্য ১৩ রান প্রয়োজন ছিল পাকিস্তানের, বাংলাদেশের ১ উইকেট।

মোস্তাফিজুর রহমানের করা ওভারে প্রথম বলে ৪ মেরে সমীকরণটাকে ৫ বলে ৯ বানিয়ে দেন আহমেদ দানিয়াল। পরের বলে ছক্কা মারতে গিয়ে দানিয়াল বাউন্ডারির কাছে শামীম হোসেনের হাতে ক্যাচ দিয়ে আউট হন। তাতে ৮ রানে জয় পায় বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজও জিতেছে লাল-সবুজের দল।

বাংলাদেশের হয়ে তিনটি উইকেট শিকার করেছেন শরীফুল ইসলাম। এ ছাড়া তানজিম ও মেহেদী ২টি, রিশাদ ও মোস্তাফিজ একটি করে উইকেট শিকার করেছেন।

এমআই