
বিমান বিধ্বস্তের ঘটনায় ক্রিকেটারদের শোক, তামিমের আকুতি
খেলা ডেস্ক
২১ জুলাই ২০২৫, ১৬:৫৩
রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোক জানিয়েছে দেশের ক্রিকেটাররা। এই ঘটনায় উদ্বিগ্ন, হতাহত ব্যক্তিদের জন্য দোয়া চেয়েছেন তারা। সামাজিকমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট করে তারা শোক জানিয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের প্রতি অনুরোধ করেছেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল।
মাইলস্টোন কলেজে হতাহতদের জন্য দোয়া চেয়ে ক্রিকেটারদের মধ্যে প্রথমে পোস্ট করেন তামিম। সেখানে হতাহতদের জন্য দোয়া চাওয়ার পাশাপাশি সাংবাদিকদের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন এই ক্রিকেটার। তামিম লিখেছেন, ‘যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত।’
যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই প্রচণ্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বি*ধ্ব*স্ত। আপাতত সংবাদকর্মীদের প্রতি...
Posted by Tamim Iqbal on Monday, July 21, 2025
সংবাদকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে তামিম বলেন, ‘বিশেষ করে টিভি ও ডিজিটাল মিডিয়ার কাছে অনুরোধ, আক্রান্ত বাচ্চাদের রক্তাক্ত ও আহত অবস্থার এসব ছবি-ভিডিও লাইভ দেখাবেন না। দেখালেও অন্তত ঝাপসা করে দেবেন দয়া করে। ওরা আমাদের বাচ্চা। ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা।’
এদিকে বিমান বিধ্বস্তের ঘটনা হতাহতদের জন্য দোয়া চেয়ে বার্তা দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, আফিফ হোসেন ধ্রুব, সাদমান ইসলাম ও আকবর আলিরা।
উত্তরায় প্রশিক্ষন বিমান বি ধ্ব স্ত ও মাইলস্টোন স্কুল-কলেজে ঘটে যাওয়া ভ য়া বহ এই দু র্ঘটনা আমাদের সকলকে গভীরভাবে নাড়া...
Posted by Mashrafe Bin Mortaza on Monday, July 21, 2025
ফেসবুকে মাশরাফি বলেন, ‘উত্তরায় প্রশিক্ষন বিমান বিধ্বস্ত ও মাইলস্টোন স্কুল-কলেজে ঘটে যাওয়া ভয়াবহ এই দুর্ঘটনা আমাদের সকলকে গভীরভাবে নাড়া দিয়েছে। যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গভীর শোক, সহানুভূতি জানানোর ভাষা নেই। আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি।’
মাশরাফি আরও বলেন, ‘এই কঠিন সময়ে আসুন আমরা সবাই একসঙ্গে প্রার্থনায় শামিল হই। হে আল্লাহ, সকলকে হেফাজতে রাখুন এবং এ ধরনের দুর্ঘটনা থেকে আমাদের রক্ষা করুন।’
হে মহান আল্লাহ উত্তরায় মাইলস্টোন কলেজের উপর ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত ও অগ্নিদগ্ধ সবাইকে আপনি আপনার রহমতের চাদরে ঢেকে রাখুন। আপনার অশেষ দয়ায় তাদের কষ্ট লাঘব হোক, ফিরে পাক সুস্থতা ও শান্তি।
Posted by Taskin Ahmed on Monday, July 21, 2025
তাসকিন বলেন, ‘উত্তরায় মাইলস্টোন কলেজের উপর ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত ও অগ্নিদগ্ধ সবাইকে আপনি আপনার রহমতের চাদরে ঢেকে রাখুন। আপনার অশেষ দয়ায় তাদের কষ্ট লাঘব হোক, ফিরে পাক সুস্থতা ও শান্তি।’
প্রসঙ্গত, আজ (সোমবার) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই ‘এফ-৭ বিজিআই’ মডেলের বিমানটি মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মাঠের পাশে একটি ভবনে বিধ্বস্ত হয়। ওই সময় প্রথম শ্রেণি থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। বিমান বিধ্বস্তের বিকট শব্দ ও আগুনের গোলা ছড়িয়ে পড়ায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এমআই