
অস্ট্রেলিয়া-পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
খেলা ডেস্ক
২৪ জুলাই ২০২৫, ২১:০৩
টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে প্রস্তুতি সারছে প্রতিটি দেশ। আইসিসির সূচি বাইরে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। নিজেদের প্রস্তুতি আরও সমুন্নত করতে অস্ট্রেলিয়া-পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে যাচ্ছে লিটন দাসের দল।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার এমন তথ্য জানিয়েছে। একাধিক সূত্রের বরাত সংবাদমাধ্যমটি জানায়, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) উপমহাদেশে হতে যাওয়া যেকোনো আইসিসি ইভেন্টের আগেই একই ঘরানার কন্ডিশনের দেশে সফর করে। একই কারণে আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে সিরিজ খেলতে আসবে তারা।
দ্বিপাক্ষিক এই সিরিজকে ত্রিদেশীয় সিরিজে রূপ দিতে চায় পাকিস্তান। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া-পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকেও দেখা যেতে পারে।
সূত্রের বরাতে জিও সুপার জানিয়েছে, সাম্প্রতিক সময়ে দুই দেশের একাধিক দ্বিপাক্ষিক সিরিজের কল্যাণে ক্রিকেটীয় সম্পর্কের উন্নতি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের। পিসিবি চেয়ারম্যান ও এসিসির (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) সভাপতি মহসিন নাকভি চান বাংলাদেশ যেন ত্রিদেশীয় সিরিজে অন্তর্ভুক্ত হয়।
এ বিষয়ে আজ (বৃহস্পতিবার) পিসিবি সভাপতি মহসিন নকভির সঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আলোচনা হওয়ার কথা রয়েছে। শেষ পর্যন্ত ত্রিদেশীয় সিরিজের বিষয়টি পাকাপোক্ত হলে বাংলাদেশ, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার সাত ম্যাচের লড়াই হতে পারে। প্রতিটি দল পরস্পর দু’বার করে মুখোমুখি হবে। এরপর শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।
এমআই