Advertisement
Us Bangla Airlines
৫৬ বলে ১২৫ রান করে র‌্যাঙ্কিংয়ে ব্রেভিসের তোলপাড়

৫৬ বলে ১২৫ রান করে র‌্যাঙ্কিংয়ে ব্রেভিসের তোলপাড়

খেলা ডেস্ক

১৩ আগস্ট ২০২৫, ১৭:২৪

১১ বলে ১৪, ২৫ বলে ফিফটি আর ৪১ বলে সেঞ্চুরি– অস্ট্রেলিয়ার বিপক্ষে এভাবেই ইতিহাস গড়া ইনিংস সাজিয়েছিলেন ডিওয়াল্ড ব্রেভিস। ইনিংস শেষ হওয়ার আগে ৫৬ বলে ১২৫ রানে অপরাজিত ছিলেন এই তরুণ ব্যাটার। দুর্দান্ত সেঞ্চুরিতে গতকালই দুই বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছিলেন ব্রেভিস। আজ (বুধবার) আইসিসি থেকে পেয়েছেন বড় সুখবর।

টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে এক লাফে ৮০ ধাপ এগিয়েছেন এই প্রোটিয়া। বর্তমানে ব্রেভিসের অবস্থান ২১তম। ৪৫ ধাপ এগিয়েছেন আরেক প্রোটিয়া রায়ান রিকেলটন, উঠেছেন ৮১ নম্বরে। ১২ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠেছেন ত্রিস্টান স্টাবস। আইসিসি থেকে প্রকাশিত হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রোটিয়া সিরিজে ভালো পারফরম্যান্সে ৬ ধাপ করে এগিয়েছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিড ও ক্যামেরন গ্রিন। ডেভিড ১০ নম্বরে আর গ্রিন ১৭ নম্বরে জায়গা করে নিয়েছেন। পরিবর্তন এসেছে সেরা পাঁচেও। অভিষেক শর্মা শীর্ষস্থান ধরে রাখলেও জায়গা হারিয়েছেন ট্রাভিস হেড। ব্যাট হাতে রান খরায় ভোগা এই অজি ওপেনার দুই ধাপ পিছিয়ে চারে নেমে গেছেন।

৪১ বলে সেঞ্চুরি, বিশ্বরেকর্ড গড়লেন ডিওয়াল্ড ব্রেভিস

দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া সিরিজের পারফরম্যান্সের ছাপ র‌্যাঙ্কিংয়ে বেশ পরিবর্তন এনেছে। ৬০ ধাপ এগিয়েছেন অস্ট্রেলিয়ার বেন দারউইশ, ৬২ নম্বরে আছেন তিনি। ৬১ ধাপ এগিয়েছেন প্রোটিয়া পেসার কিওয়েনা মাপাখা, আছেন ৮৯ নম্বরে। ১৫ ধাপ করে এগিয়ে যথাক্রমে ৪৪ ও ৫০ নম্বরে আছেন কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি।

বাংলাদেশের খেলা না থাকলেও টাইগার বোলারদের উন্নতি হয়েছে। টি-টোয়েন্টিতে বোলারদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠেছেন মোস্তাফিজুর রহমান। তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব এক ধাপ করে এগিয়ে যথাক্রমে ২৬ ও ৩৯ নম্বরে রয়েছেন। মূলত অন্যান্য দেশের বোলারদের অবনতিতেই এগিয়েছেন তাসকিন-মোস্তাফিজ।

এদিকে ক্যারিবিয়ান সিরিজে পাকিস্তানি ক্রিকেটারদের ভরাডুবিতে ওয়ানডে র‌্যাঙ্কিংয়েও বেশ পরিবর্তন এসেছে। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়েছেন পাকিস্তানের নম্বর ওয়ান ব্যাটার বাবর আজম। তার ব্যর্থতায় ১৯৭ দিন ওয়ানডে না খেলা রোহিত শর্মা এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে ওঠেছেন। এ তালিকায় শীর্ষে রয়েছেন শুভমান গিল।

এমআই