
১৯ চার, ৬ ছক্কায় ২১৫ রান— বিশ্বরেকর্ড গড়লেন প্রোটিয়া ব্যাটার!
খেলা ডেস্ক
২৫ জুলাই ২০২৫, ১৯:২০
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি সারছে প্রতিটি দল। হারারেতে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়ে বাংলাদেশ যুব দল। সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচেই ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস রচনা করেছেন প্রোটিয়া ব্যাটার জর্খ ফন স্কালভিক।
জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে আজ শুক্রবার ১৫৩ বলে ২১৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই ব্যাটার। ১৯ চার ও ৬ ছক্কায় সাজিয়েছেন তার ডাবল সেঞ্চুরির ইনিংসটি। যুব ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথম কোনো ব্যাটার দুইশ রানের ইনিংস খেলেছেন। এর আগে সর্বোচ্চ ১৯১ রান করেছিলেন শ্রীলঙ্কার হাসিথা বোয়াগোদা।
জর্খ ফন স্কালভিকের ব্যাটি ঝাঁঝ কিছুটা আঁচ পেয়েছে বাংলাদেশ। গত মঙ্গলবার দ্বিপাক্ষিক সিরিজের শেষ ম্যাচে ১৫৬ বলে অপরাজিত ১৬৪ রানের ইনিংস খেলেছিলেন। বৃষ্টির বাগড়ায় সেদিন আগেভাগে খেলা শেষ না হলে আরও রান হতে পারতো। তবে ১৫৬ রান করার পরেই ২১৫ রান করে বসলেন এই ডানহাতি ব্যাটার।
হারারেতে এদিন টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। মাত্র ৪৮ বলেই ফিফটি পূর্ণ করেন ফন স্কালভিক, যেখানে সেঞ্চুরি আসে ৮৬ বলে। ১২২ বলে দেড়শতে পৌঁছে যান তিনি। সেখান থেকে দুইশ ছুঁতে লাগে আর কেবল ২৩ বল। আউট হওয়ার আগে ২১৫ রান করেছেন এই ব্যাটার।
বিশ্বরেকর্ড গড়ার দিনে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়েন তিনি। বাংলাদেশের বিপক্ষে গেল মঙ্গলবার ২৫ বছরের রেকর্ড ভেঙেছিলেন এই ওপেনার। ২০০০ সালের জানুয়ারিতে যুব বিশ্বকাপে নেপালের বিপক্ষে ১৪০ বলে অপরাজিত ১৫৬ রানের ইনিংস খেলেছিলেন জ্যাক রুডলফ।
বাংলাদেশের বিপক্ষে ১৬৪ রান করে জ্যাক রুডলফকে ছাড়িয়ে যান এই ডানহাতি। মাত্র তিন দিনের মাথায় নিজের রেকর্ড ভেঙে অন্যন্য উচ্চতায় নাম লিখিয়েছেন এই ব্যাটার।
এমআই