
দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
খেলা ডেস্ক
১৯ জুলাই ২০২৫, ২১:২৩
যুব বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে প্রোটিয়াদের ১৩০ রানের বড় ব্যবধানে হারিয়েছিল যুব টাইগাররা। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে হারিয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
আজ শনিবার বেনোনিতে ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নামা ১৬১ রানে গুটিয়ে যায় প্রোটিয়াবাহিনী। বাংলাদেশের হয়ে আল ফাহাদ, আজিজুল ও স্বাধীন ইসলাম নিয়েছেন ২টি করে উইকেট। আগামী ২২ জুলাই সিরিজ শেষ ম্যাচ জিতলে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় ম্যাচের শুরুতে ব্যাট তিন ফিফটিতে ২৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। অধিনায়ক আজিজুল ৬৭, ওপেনার জাওয়াদ ৫৭ ও টপঅর্ডার ব্যাটার রিজান ৫২ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট নেন বোথা ও পল জেমস। একটি করে উইকেট পান জে বেসন ও টানদো সনি।
A gripping contest with shifting momentum, but in the end, Bangladesh U19 claimed victory by 104 runs,...
Posted by Cricket South Africa on Saturday, July 19, 2025
জবাবে ব্যাট করতে নেমে ১৪ রানেই ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। আদনান লাগাদিয়েন, মুহাম্মদ বুলবুলিয়া ও আরমান মানাক তিনজনই এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। দলীয় ৫১ রানে ভিহান প্রিটোরিয়াস আউট হলে কামো ফিরিকে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন চারে নামা রাউলস।
ব্যক্তিগত ফিফটি করেই নিজের উইকেট জেসন রাউলস। এই ব্যাটার ফেরার পর ৮ রানের ব্যবধানে স্বাগতিক দল আরও ২ উইকেট হারায়। ফিরি ২০ ও পল জেমস ১ রান করে সাজঘরে ফেরেন। প্রোটিয়ারা শেষ ৩ জনকে হারায় ১৬ রানের ব্যবধানে। এদের মধ্যে কোরনে বোথা ২৬, এনাথি খিটশিনি ১৭ ও বেসন ১১ রান করেন।
বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট নেন আজিজুল, ফাহাদ ও স্বাধীন ইসলাম। একটি করে উইকেট শিকার করেন ইকবাল হোসেন ইমন, সানজিদ মজুমদার ও সামিউন বশির।
এমআই