Advertisement
Us Bangla Airlines
ম্যাচ সেরা হওয়ার দিনে খালেদের ‘সেঞ্চুরি’

ম্যাচ সেরা হওয়ার দিনে খালেদের ‘সেঞ্চুরি’

খেলা ডেস্ক

১৪ জুলাই ২০২৫, ১৪:৪৪

গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দুর্দান্ত সময় কাটাচ্ছে রংপুর রাইডার্স। নিজেদের প্রথম দুই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই করে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে স্বাগতিক গায়ানার মুখ থেকে জয় কেড়ে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। গতকাল বিগ ব্যাশের চ্যাম্পিয়ন হোবার্ট হ্যারিকেন্সকে মাত্র ১ রানের ব্যবধানে হারিয়েছে তারা।

রংপুরের দুই ম্যাচেই বল হাতে অবিশ্বাস্য ছিলেন টাইগার পেসার খালেদ আহমেদ। প্রথম ম্যাচে ৩৬ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন এই ডানহাতি বোলার। দ্বিতীয় ম্যাচে খালেদ যেন আরও দুরন্ত হয়ে ওঠেছেন। হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে চার ওভারে মাত্র ২৬ রান ব্যয় করে ৪ উইকেট শিকার করেছেন তিনি।

খালেদের অবিশ্বাস্য বোলিংয়ে উভয় ম্যাচেই জয় পেয়েছিল রংপুর রাইডার্স। এমনকি দুই ম্যাচেই ম্যাচ সেরা হয়েছেন খালেদ আহমেদ। তবে ম্যাচ জয়ের পাশাপাশি নতুন কীর্তিতে নাম লিখিয়েছেন ৩২ বছর বয়সী এই পেসার। গতকাল ৪ উইকেট শিকার করে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি।

কুড়ি ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত ৭৭ ম্যাচ খেলেছেন খালেদ আহমেদ। তাতে ২১ গড়ে ১০২ উইকেট শিকার করেছেন এই পেসার। প্রতি উইকেট তুলতে মাত্র ১৫ বল করেছেন তিনি। যেখানে মাত্র ১৯ রানে ৪ উইকেট শিকার তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার।

এদিকে জিএসএল শুরুর আগে টি-টোয়েন্টিতে খালেদের উইকেট সংখ্যা ছিল ৯৪টি। তাতে উইকেটের সেঞ্চুরি করতে মাত্র ৬ উইকেট প্রয়োজন ছিল এই পেসারের। তবে পরপর দুই ম্যাচে ৪ উইকেট করে শিকার করে মাত্র ২ ম্যাচেই উইকেটের সেঞ্চুরিতে নাম লিখিয়েছেন পেসার খালেদ আহমেদ।

ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ১০২ উইকেট শিকার করলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনো উইকেট শূন্য এই পেসার। গেল মাসে পাকিস্তান সিরিজে অভিষেক হওয়া এই বোলার মাত্র ১ ম্যাচ খেলে ৩৭ রান খরচ করেছেন তিনি। তবে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ম্যাচে উইকেটের দেখা পাননি তিনি।

এমআই