
বাংলাদেশ সফরে আসার আগে নতুন দুঃসংবাদ পেল পাকিস্তান
খেলা ডেস্ক
০৭ জুলাই ২০২৫, ১৬:৩৯
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৬ জুন বাংলাদেশে আসছে পাকিস্তান। টাইগারদের বিপক্ষে খেলতে আসার আগেই মহাবিপদে দলটি। ইতোমধ্যে ইনজুরির কবলে ধুঁকছে পাকিস্তানের একাধিক তারকা ক্রিকেটার। দলটির সহ-অধিনায়ক শাদাব খান ভুগছেন ডান কাঁধের সমস্যায়।
চিকিৎসকেরা শাদাবকে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। সেটা করতে যুক্তরাজ্যে যাওয়া হতে পারে তাঁকে। অস্ত্রোপচারের কারণে কমপক্ষে তিন মাস মাঠের বাইরে থাকার সম্ভাবনা বেশি শাদাবের। এমনকি পেসার নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র পুরোপুরি ফিট নন। বাংলাদেশ সিরিজে তাঁদের খেলা নিয়েও রয়েছে সংশয়।
এবার দুঃসংবাদের তালিকায় নতুন নাম হিসেবে যোগ দিয়েছেন তারকা পেসার হারিস রউফ। স্যান ফ্রান্সিসকোর হয়ে মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) এবারের আসরটা দারুণ কাটছিল তাঁর। ইতোমধ্যে ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি তিনি।
তবে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এমএলসির এবারের আসর থেকে ছিটকে গেছেন হারিস রউফ। বিষয়টি নিশ্চিত করেছে তার দল স্যান ফ্রান্সিসকো। এমনকি রউফের বদলি হিসেবে কিউই পেসার বেন লিস্টারকে দলে ভিড়িয়েছে তারা।
এক বিবৃতিতে স্যান ফ্রান্সিসকো জানিয়েছে, ‘আমরা তোমার সঙ্গে আছি, হারিস। ফ্রান্সিসকো নিশ্চিত করছে যে, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে হারিস রউফ এমএলসি ২০২৫- এর বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না, তাৎক্ষণিকভাবে তার স্থলাভিষিক্ত হয়েছেন নিউজিল্যান্ডের পেস বোলার বেন লিস্টার।’
এদিকে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে হারিস রউফের অন্তত এক মাস মাঠের বাইরে থাকা লাগতে পারে। তাতে বাংলাদেশ সফরে এই স্পিডস্টারের সেবা পাচ্ছে না পাকিস্তান। আগামী ২০ জুলাই বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ২২ ও ২৪ জুলাই।
এমআই