Advertisement
Us Bangla Airlines
উইকেট নয়, মিরপুরে হারের আসল কারণ জানালেন সালাহউদ্দিন

উইকেট নয়, মিরপুরে হারের আসল কারণ জানালেন সালাহউদ্দিন

খেলা ডেস্ক

৩০ জুলাই ২০২৫, ১৩:১৪

পাকিস্তানের বিপক্ষে মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। সিরিজের সবই ম্যাচে দলের পরাজয়ে একই দৃশ্য দেখা গেছে। প্রথম দুই ম্যাচে শুরুতেই উইকেট হারিয়ে সিরিজ খুইয়েছে পাকিস্তান। শেষ ম্যাচে দ্রুত উইকেট হারিয়ে পরাজয় গুনেছে বাংলাদেশ দল।

মিরপুরে উভয় দলের পারফরম্যান্সে উইকেটের দায় ছিল না বলে মন্তব্য করছেন বাংলাদেশ ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তার মতে, বিতর্কিত উইকেট নয়, বরং ব্যাটারদের ভুল সিদ্ধান্ত ও কৌশলগত ব্যর্থতাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে।

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলে বড় সুখবর পাবে বাংলাদেশ

দেশের এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সালাহউদ্দিন বলেন, ‘ভুল আসলে দুই দলই করেছে। উইকেট এত খারাপ ছিল না, যতটা খারাপ বলা হচ্ছে। খেলা আসলে প্রথম ৬ ওভারেই শেষ! প্রথম ৬ ওভারেই তো অনেক সময় যেভাবে ব্যাটিং করা দরকার ছিল, কোনো দলই সেভাবে করেনি। এটা আমরা ভুল করেছি। ওরাও ভুল করেছে।’

তাঁর মতে, উইকেট এমন ছিল না যে সেখানে রান করা সম্ভব ছিল না। বরং দেখা গেছে, প্রথম ধাক্কা সামলাতে পারলে পরে ব্যাটাররা অনেকটাই স্বাভাবিক খেলা খেলতে পেরেছেন। সালাহউদ্দিন বলেন, ‘এই উইকেটে দেখবেন, ৬ ওভার পর ব্যাটাররা স্ট্রোক খেলতে পেরেছে।’

১৭ বছর পর এমন হার দেখল বাংলাদেশ

দলের হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে টাইগার কোচ আরও বলেন, ‘প্রতিটি ম্যাচেই দেখবেন, প্রথম দু-তিন ওভারে ৩-৪টা উইকেট পড়ে গেছে। ওই পরিস্থিতিতে যেভাবে খেলা উচিত ছিল, আমরা খেলিনি, ওরাও খেলেনি সেভাবে। আমরা একটা ম্যাচে খেলিনি, ওরা দুটি ম্যাচে খেলেনি।’

উল্লেখ্য, পাকিস্তান পাওয়ার প্লেতে প্রথম ম্যাচে ৪ উইকেট, দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট এবং বাংলাদেশ তৃতীয় ম্যাচের পাওয়ার প্লেতে ৫ উইকেট হারিয়েছিল। নিজের ব্যাটিং কৌশলের ভুল আমলে না নিয়ে পাকিস্তান কোচ বারবার উইকেটের দায় দিয়েছেন। যেটা মোটেও পাত্তা দিচ্ছেন না টাইগার কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

এমআই