
তাসকিনের ঘটনায় নতুন সিদ্ধান্ত নিল বিসিবি
খেলা ডেস্ক
২৯ জুলাই ২০২৫, ১৮:২৩
বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং ইউনিটের নেতা তাসকিন আহমেদ। সম্প্রতি বন্ধুকে মারধরের ঘটনায় তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় পুলিশের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যদিও বিষয়টি আপাতত মীমাংসার পথে। তবে তাসকিনের এই ঘটনায় ক্রিকেটারদের নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
জাতীয় দলের ক্রিকেটারদের আচরণবিধি নিয়ে আগামী আগস্ট মাসে একটি ওয়ার্কশপ আয়োজন করা হবে। এতে ক্রিকেটারদের মনে করিয়ে দেওয়া যায়—তাদের কী করা উচিত আর কী করা উচিত নয়। আজ মঙ্গলবার বিসিবির বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তাসকিন ইস্যুতে ইফতেখার আহমেদ বলেন, ‘তাসকিনকে নিয়ে আমরা এখনই কোনো ব্যবস্থা নিতে পারি না। কারণ এখনো বিষয়টি তদন্তাধীন। যদি প্রমাণিত হয়, তবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাসকিন বলেছেন, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন। একটি জিডি হয়েছে, এখন পুলিশ তদন্ত করবে। তদন্ত শেষে বিষয়টি স্পষ্ট হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে আগস্টে একটি ছোট ওয়ার্কশপ করার পরিকল্পনা করছি। ক্রিকেটাররা বহু তরুণের আদর্শ। ভক্তদের প্রতি তাদের কিছু দায়িত্ব আছে। তাদের মনে করিয়ে দিতে চাই, তারা কী করতে পারবে আর কী পারবে না।’
উল্লেখ্য, গতকাল ভোরে তাসকিন আহমেদের বিরুদ্ধে বাল্যবন্ধুকে মারধরের অভিযোগ উঠেছিল। এ ঘটনায় ভুক্তভোগী বন্ধু সিফাতুর রহমান সৈকত মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। তবে মারধরের ঘটনা পুরোপুরি অস্বীকার করছেন তাসকিন আহমেদ।
বিষয়টি নিয়ে তাসকিন নিজের ফেসবুক পেইজে বলেন, ‘আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজববে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্যকেও বিভ্রান্ত করবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না।’
এমআই