Advertisement
Us Bangla Airlines
স্বপ্ন ভেঙে গেল মোসাদ্দেকের, বিসিবির সিদ্ধান্তে হতবাক!

স্বপ্ন ভেঙে গেল মোসাদ্দেকের, বিসিবির সিদ্ধান্তে হতবাক!

খেলা ডেস্ক

২৯ জুলাই ২০২৫, ২০:১১

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত মুখ ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ইনজুরি আর বাজে ফর্মে লম্বা সময় দেশকে প্রতিনিধিত্ব করতে পারেননি এই ক্রিকেটার। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ‘এ’ দলের ওয়ানডে সিরিজে জায়গা পেয়েছিলেন মোসাদ্দেক। যেখানে বল ৫ উইকেট, ব্যাট হাতে ১৭ রান করেছিলেন তিনি।

চলতি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজে একজন অলরাউন্ডারের অভাব অনুভব করেছিলেন কোচ ফিল সিমন্স। তাতে আলোচনায় আসেন ডিপিএল ও ‘এ’ দলে পারফর্ম করা মোসাদ্দেক। কিন্তু মিরাজ একাদশে থাকলে মোসাদ্দেক সুযোগ পাবেন না বলে জানিয়ে দেন প্রধান নির্বাচক লিপু।

বিসিবি থেকে এমন কথা শুনে খারাপ অনুভব করেছেন এই অলরাউন্ডার। তবে নিজেকে ‘এ’ দলের অস্ট্রেলিয়া সফরে দেখতে চেয়েছিলেন তিনি। কিন্তু প্রথম শ্রেণির ক্রিকেটে রান বন্যা বইয়ে দেওয়া মোসাদ্দেককে এবার ‘এ’ দলেও জায়গা দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অস্ট্রেলিয়ার ডারউইনে বাংলাদেশ ‘এ’ দল খেলবে একটি টি২০ টুর্নামেন্ট ও চার দিনের ম্যাচ। এই সফরের জন্যই প্রস্তুতি নিচ্ছেন চট্টগ্রাম ও মিরপুরে থাকা ক্রিকেটাররা। তাদের নিয়েই গড়া হবে ‘এ’ দল। মোসাদ্দেক সেই দলে থাকার আশা করলেও শেষ পর্যন্ত জায়গা পাচ্ছেন না ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার।

সোহানের গলায় সেরা ফিল্ডারের পুরস্কার, যা বলছেন কোচ

মোসাদ্দেক বলেন, ‘আমি আশা করেছিলাম, আমাকে অন্তত ‘এ’ দলে নেওয়া হবে। ওখানে ভালো করলে হয়তো আবার পাইপলাইনে ফিরতে পারতাম। কিন্তু এখন তো দেখছি, আমাকে ‘এ’ দলেও ভাবা হচ্ছে না। একজন ক্রিকেটারের জন্য এটা খুবই হতাশার। এভাবে উপেক্ষিত হলে ভালো খেলায় আগ্রহ থাকে না।’

জাতীয় দলে জায়গা না পাওয়া কিছুটা স্বাভাবিক হলেও, বিকল্প দলেও বিবেচিত না হওয়া তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে। গতকাল সন্ধ্যায় জিম শেষে মোসাদ্দেক বলেন, ‘আমাকে হয়তো আর মূল্যায়ন করা হবে না। জানি না আর কী করলে নির্বাচকদের চোখে পড়ব।’

এদিকে মোসাদ্দেককে ‘এ’ দলে সুযোগ না দেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় যে দুই সংস্করণে খেলা হবে, সেখানে মোসাদ্দেক বিবেচিত হবেন না। ওয়ানডের ক্যাম্প হলে সে থাকতে পারে। কিন্তু টেস্ট বা টি-টোয়েন্টি দলে তাকে নেওয়ার সুযোগ নেই।’

মোসাদ্দেক কেন বিবেচিত হবেন না, তার ব্যাখ্যায় লিপু বলেন, ‘লক্ষ্য করলে দেখবেন, মোসাদ্দেক গত বিপিএলে কোনো দলই পায়নি। কারণ, তার টি-টোয়েন্টি পারফরম্যান্স প্রত্যাশিত নয়। ফিটনেসেও ঘাটতি আছে। এসব নিয়ে তাকে অনেক কাজ করতে হবে।’

এমআই