
ছিটকে গেলেন মোস্তাফিজ, দুঃসংবাদ পেল বাংলাদেশি ক্রিকেটাররা
খেলা ডেস্ক
৩০ জুলাই ২০২৫, ১৫:১৯
টি-টোয়েন্টি ফরম্যাটে বোলারদের র্যাঙ্কিংয়ে গেল সপ্তাহে বড় উন্নতি হয়েছিল মোস্তাফিজের। প্রায় চার বছর বোলারদের তালিকায় সেরা দশে জায়গা পেয়েছিলেন এই বাঁহাতি পেসার। তবে সপ্তাহ ঘুরতেই দুঃসংবাদ পেলেন এই বাংলাদেশি। বোলারদের সেরা দশের তালিকায় থেকে ছিটকে গিয়েছেন তিনি।
বিশ ওভারের ক্রিকেটে বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ পিছিয়ে ১২তম স্থানে অবস্থান করছেন মোস্তাফিজুর রহমান। অজি পেসার নাথান এলিসকে জায়গা করে দিতে অবনতি হয়েছে টাইগার পেসারের। আইসিসির সাপ্তাহিক র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
মোস্তাফিজ ছাড়াও বাংলাদেশের একাধিক ক্রিকেটার র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন। বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ করে পিছিয়েছেন শেখ মেহেদী (১৭তম), তাসকিন আহমেদ (২৮তম) ও তানজিম হাসান সাকিব (৩৮তম)। তবে লেগ স্পিনার রিশাদ ও পেসার হাসান-শরীফুলের অবস্থানে পরিবর্তন আসেনি।
ব্যাটারদের র্যাঙ্কিংয়েও টাইগারদের নিম্নমুখী পরিবর্তন দেখা গিয়েছে। পাকিস্তান সিরিজে দুই ম্যাচে মাত্র এক রান করা ওপেনার তানজিদ হাসান পিছিয়েছেন ৫ ধাপ। একই সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হওয়া অধিনায়ক লিটনের এক ধাপ অবনতি হয়েছে। এছাড়া জাকের আলী ৬ ও পারভেজ ইমন ৩ ধাপ পিছিয়েছেন।
টি-টোয়েন্টি থেকে সাকিব আল হাসান বিদায় নেওয়ায় অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পুরোনো রাজত্ব নেই। এ তালিকায় সেরা ৩০ জনেও নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার। গেল সপ্তাহে ৩৫তম স্থানে থাকা শেখ মেহেদী এক ধাপ পিছিয়ে ৩৬তম স্থানে অবস্থান করছেন।
এমআই