Advertisement
Us Bangla Airlines
মাইলস্টোন ট্র্যাজেডিতে বার্সেলোনার শোক বার্তা

মাইলস্টোন ট্র্যাজেডিতে বার্সেলোনার শোক বার্তা

খেলা ডেস্ক

২৩ জুলাই ২০২৫, ২০:৪৭

রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি বিমান ধসের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩১ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। বাংলাদেশে ঘটে যাওয়া এমন আকস্মিক দুর্ঘটনায় বিশ্ব ক্রীড়াঙ্গনেও শোকের ছায়া বইছে। এবার ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে স্পেনের অন্যতম শীর্ষ ক্লাব বার্সেলোনা।

বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও নিহতদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে ইউরোপের শীর্ষ ক্লাবটি। আজ বুধবার বার্সেলোনার বাংলাদেশ অফিসিয়াল ফ্যান গ্রুপ ‘পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা অব ঢাকা’–কে এই চিঠিটি পাঠানো হয়। 

চিঠিতে বলা হয়, ‘আমরা গভীর দুঃখের সাথে জানতে পেরেছি যে, ঢাকায় একটি স্কুল ক্যাম্পাসে সম্প্রতি একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এফসি বার্সেলোনার বোর্ড অব ডিরেক্টরসের পক্ষ থেকে আমরা এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার সকল আহত ও নিহত ব্যক্তিদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

চিঠিতে আরও বলা হয়, ‘এই ট্র্যাজেডিতে যেসব পেনিয়া সদস্য বা তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমাদের সহানুভূতি ও সমর্থন রইল। যেকোনো প্রয়োজনে আপনারা আমাদের পাশে পাবেন।’

বার্সেলোনা থেকে ঢাকায় পাঠানো এই চিঠিতে স্বাক্ষর করেছেন ক্লাবটির বোর্ড মেম্বার এবং সামাজিক কার্যক্রমবিষয়ক পরিচালক জোসেপ ইগ্নাসি মাসিয়া এবং পেনিয়া বিভাগের প্রধান এনরিক বোশ। এর আগে পাকিস্তানসহ বিশ্বের অন্যান্য দেশের ক্রিকেটাররা এই ঘটনায় শোক ও প্রার্থণা প্রকাশ করেছেন।

এমআই