
এক ম্যাচেই ১৪৯৭ রান, ক্রিকেট বিশ্বে নতুন ইতিহাস!
খেলা ডেস্ক
১৮ জুলাই ২০২৫, ১৬:০৫
ক্রিকেট বিশ্বে প্রতিনিয়ত তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। কেউ ব্যাট হাতে, কেউ বল হাতে, আবার কেউ বা ফিল্ডিংয়ে গড়ছে নজির। ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি দলীয় রেকর্ডেও নাম লেখাচ্ছেন ক্রিকেটাররা। দলের জয়-পরাজয়ের বাইরেও এসব রেকর্ড ক্রিকেটে নতুন মাত্রা যোগ করে। এবার তেমনই এক নতুন রেকর্ডে নাম লিখিয়েছে ইংল্যান্ড ও ভারতের এক ম্যাচ।
৫ ম্যাচের ওয়ানডে ও ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে গেছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। ইংলিশ যুব দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেয় ভারত। এরপর টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ড্র হয়। তবে সাদা পোশাকের এই ম্যাচেই গড়েছে অনন্য এক ইতিহাস।
অনূর্ধ্ব-১৯ দলের কোনো টেস্ট ম্যাচে সর্বাধিক রান করার সাক্ষী হয়েছে ভারত-ইংল্যান্ডের এই ম্যাচ। লাল বলের চারদিনের এই ম্যাচে দুই দল মিলিয়ে মোট রান হয়েছে ১৪৯৭! যুব ক্রিকেটের টেস্ট ফরম্যাটে এর আগে কোনো ম্যাচে এত রান হয়নি।
১২ জুলাই শুরু হওয়া ম্যাচটি শেষ হয় ১৫ জুলাই। টসে জিতে ভারত প্রথম ইনিংসে করে ৫৪০ রান এবং দ্বিতীয় ইনিংসে করে ২৪৮ রান। জবাবে ইংল্যান্ড করে প্রথম ইনিংসে ৪৩৯ রান ও দ্বিতীয় ইনিংসে ২৭০ রান। হাতে উইকেট থাকলেও নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় ম্যাচটি ড্র ঘোষণা করেন আম্পায়াররা।
অমিংমাসিত ফলাফল ঘোষণার আগেই সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে এই ম্যাচ। এর আগে ১৯৯১ সালে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের মধ্যে হওয়া এক ম্যাচে মোট ১৪৩০ রান হয়েছিল। সেই ম্যাচের শেষ ইনিংসে ৪০৪ রান করে ৪ উইকেটে জিতে যায় ইংল্যান্ড। এতদিন সেটিই ছিল সর্বোচ্চ রানের রেকর্ড।
৩৪ বছরের পুরোনো সেই রেকর্ড এবার ভেঙে দিয়েছে ইংল্যান্ড-ভারতের অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের শেষ ম্যাচে ভারত জিতলেই ইংলিশদের তাদের মাঠে হোয়াইটওয়াশ করবে বৈভব সূর্যবংশীরা।
এমআই