Advertisement
Us Bangla Airlines
৮৬ বলে ২৪৪, এমন রানতাড়া আগে দেখেনি কেউ!

৮৬ বলে ২৪৪, এমন রানতাড়া আগে দেখেনি কেউ!

খেলা ডেস্ক

১২ জুলাই ২০২৫, ১৯:২৮

লক্ষ্যটা বেশ বড়। ১২০ বলে করতে হবে ২৪৪ রান। পাহাড়সম রান তাড়া করতে মাত্র ৮৬ বল খেললো বুলগেরিয়া। যেখানে ওভারপ্রতি ১৭ রানের বেশি করে তুলেছে দলটি। তাতে গড়া হয়েছে বিশ্ব রেকর্ড। ক্রিকেট ইতিহাসে দুই শতাধিক রান তাড়া করতে গিয়ে এত বেশি রান তুলতে পারেনি কোনো দল।

জিব্রাল্টারের দেওয়া ২৪৪ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ১৪.২ ওভার খেলেছে বুলগেরিয়া। টি-টোয়েন্টিতে ২০০ বা এর বেশি রানের লক্ষ্য তাড়ায় এটাই সবচেয়ে দ্রুততম বলে উল্লেখ করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত সাময়িকী ‘উইজডেন’।

কুড়ি ওভারের ক্রিকেটে এর আগে দ্রুততম ২০০ রান তাড়ার রেকর্ড গড়েছিল সার্বিয়া। স্লোভেনিয়ার দেওয়া ২০০ রান করতে মাত্র ১৪.১ ওভার খেলেছিল দেশটি। যেখানে স্লোভেনিয়া ওভারপ্রতি ১৪.১১ গড়ে রান তুলেছিল। তবে এবার সব রেকর্ডকে ছাড়িয়ে সবার ওপরে জায়গা নিয়েছে বুলগেরিয়া।

জিব্রাল্টার, তুরস্ক ও বুলগেরিয়া নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে এমন ঘটনা ঘটেছে। যেখানে শুরুতে ব্যাট করতে নেমে জিব্রাল্টার নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২৪৩ রান সংগ্রহ করে। দলটির ওপেনার ফিলিপ রাইকিস সর্বোচ্চ ৩৩ বলে ৭৩, অধিনায়ক ইয়েন ল্যাটিন ২৮ বলে ৫১ রান করেন। বুলগেরিয়ার জ্যাকব গুল নেন ৪ উইকেট।

বড় রান তাড়া করতে গিয়ে দুর্দান্ত শুরু পায় বুলগেরিয়া। দুই ওপেনার ইসা জারু ও রিস্টো ল্যাকভ মাত্র ৪.২ ওভারেই তুলে নেন ৬২ রান। ল্যাকভ ১৯ রানে আউটের পর জারু ও মিলান গোগেভ মিলে নতুন করে ঝড় তোলেন। জারু আউট হওয়ার আগে করেছেন ২৪ বলে ৬৯ রান। 

এ ছাড়া গোগেভ ২৭ বলে ৬৯ এবং মান্নান বশির ২১ বলে ৭০ রানের তাণ্ডবে ১৪.২ ওভারে বুলগেরিয়ার জয় নিশ্চিত করেন। তাতে দুই দল মিলিয়ে এই ম্যাচে ২০৯ বলে ৪৬৫ রান করেছেন। যেখানে স্ট্রাইকরেট ছিল ২২২.৪৮। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উভয় ম্যাচে দুইশো রান হয়েছে এমন কোনো ম্যাচে এত স্ট্রাইক রেট এবারই প্রথম দেখা গেল।

এমআই