Advertisement
Us Bangla Airlines
টানা ছয় বলে ৬ উইকেট, ইংল্যান্ডে ক্রিকেটে নজিরবিহীন রেকর্ড!

টানা ছয় বলে ৬ উইকেট, ইংল্যান্ডে ক্রিকেটে নজিরবিহীন রেকর্ড!

খেলা ডেস্ক

০৯ জুলাই ২০২৫, ২০:০৮

ক্রিকেট ইতিহাসে ছয় বলে ৬ ছক্কা মারার ঘটনা নতুন কিছু নয়। তবে ছয় বলে ৬ উইকেট শিকার করা নজিরবিহীন বলতেই হবে। ঘরোয়া ক্রিকেটে এমন ঘটনা থাকতে পারে, তবে আন্তর্জাতিক অঙ্গনে এখনো ৬ বলে ৬ উইকেট শিকারের নজির এখনো দেখা যায়নি।

এবার ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ঘটেছে এমন এক অবিশ্বাস্য ঘটনা। টানা ছয় বলে ছয় ব্যাটসম্যানকে আউট করে ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন দুই ইংলিশ পেসার। দেশটির জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টে ল্যাঙ্কাশায়ারের দুই পেসার এমন কীর্তি গড়েছেন।

ইংল্যান্ডের এই টুর্নামেন্টে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলেন দুই পেসার সাকিব মাহমুদ ও লুক উড। জাতীয় দলে খেলার কারণে দুই পেসার বিশ্ব ক্রিকেটাঙ্গনে বেশ পরিচিত। তবে এই দুই তারকা মিলেই ৬ বলে ৬টি উইকেট শিকার করেছেন। যদিও ঘটনাটি এক ম্যাচের নয়।

গত ৪ জুলাই নর্দাম্পটনশায়ারের বিপক্ষে ম্যাচের শেষ চার বলে হ্যাটট্রিকসহ ৪টি উইকেট শিকার করেন ল্যাঙ্কাশায়ারের পেসার সাকিব মাহমুদ। একদিন পরেই ডার্বিশায়ারের বিপক্ষে খেলে ল্যাঙ্কাশায়ার। সেখানে ম্যাচের প্রথম দুই বলে প্রতিপক্ষের দুই ব্যাটারকে আউট করেন লুক উড।

তাতে ল্যাঙ্কাশায়ারের বোলারদের করা টানা ৬ বলে ৬ উইকেট হারিয়েছে প্রতিপক্ষের ব্যাটাররা। ভাইটালিটি ব্লাস্টের ইতিহাসে এমন ঘটনা এবারই প্রথম ঘটেছে। এর আগে কখনোই ছয় বলে ৬টি শিকার করতে পারেনি কোনো দল। তবে দুই ম্যাচ মিলিয়ে ঘটা অবিশ্বাস্য কীর্তির উভয় ম্যাচই জিতেছে ল্যাঙ্কাশায়ার। 

এমআই