
একাধিক চমক রেখে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
খেলা ডেস্ক
০৪ জুলাই ২০২৫, ১৯:৩০
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। নতুন সিরিজকে ঘিরে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলটিতে তিন বছরের বেশি সময় পরে জায়গা পেয়েছেন ওপেনার নাইম শেখ। প্রায় দেড় বছর পর দলে ফিরেছেন ফাস্ট বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
আজ (শুক্রবার) বিসিবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ১৬ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করা হয়। নাইম-সাইফউদ্দিন টি-টোয়েন্টি একাদশে ফেরার দিনে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত ও নাহিদ রানা। সবশেষ পাকিস্তান সিরিজে স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ পাননি শান্ত। কোনো ম্যাচ না খেলেই বাদ পড়লেন তিনি।
পাকিস্তান সিরিজে প্রাথমিক স্কোয়াডে ছিলেন পেসার নাহিদ রানা। তবে নিরাপত্তার কারণে সেই সিরিজ থেকে নিজের নাম সরিয়ে নেন এই পেসার। তবে শ্রীলঙ্কার বিপক্ষে নাহিদকে দলে রাখেনি বিসিবি। তার পরিবের্ত একাদশে ফিরেছেন ফাস্ট বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
২০২৪ সালের মে মাসে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাইফউদ্দিন। বাজে পারফরম্যান্সের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাননি তিনি। সবশেষ বিপিএলেও বলার মতো পারফরম্যান্স করেননি তিনি। তবে পেস বোলিং অলরাউন্ডারের ঘাটতিতে সবসময় এগিয়ে ছিলেন ফেনীর এই ক্রিকেটার।
বিপিএল, এনসিএল টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ওপেনার নাইম শেখ। তবুও পাকিস্তান সিরিজে জায়গা হয়নি তাঁর। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। জাতীয় দলের জার্সিতে ২০২২ সালে সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন এই ক্রিকেটার।
এদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। তাদের জায়গা দিতে দল থেকে বাদ পড়েছেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচের পরেই বাদ পড়েছেন খালেদ। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে থাকলেও টি-টোয়েন্টি নেই হাসান।
এদিকে স্পিন বিভাগে গেল সিরিজে ছিলেন তানভীর ইসলাম। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে স্কোয়াডেও অভিষেক হয়েছে তাঁর। তবে টি-টোয়েন্টি একাদশ থেকে বাদ পড়েছেন তিনি। বাঁহাতি এই স্পিনারের পরিবর্তে দলে ফিরেছেন নাসুম আহমেদ।
আগামী ১০ জুলাই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্যান্ডিতে। ১৩ জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। ডাম্বুলাতে লঙ্কানদের মুখোমুখি হবে লিটন দাসের দল। আর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কলম্বোতে অনুষ্ঠিত হবে ১৬ জুলাই।
বাংলাদেশের টি-টোয়েন্টি একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।