
আগস্টে মাঠে নামছে বাংলাদেশ, লিটনদের প্রতিপক্ষ কারা?
খেলা ডেস্ক
৩০ জুলাই ২০২৫, ২০:৫৬
আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ। ভারত না আসায় এর আগে বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। ফলে ফাঁকা সময়টা কাজে লাগাতে প্রস্তুতি ম্যাচ বা সিরিজ আয়োজনের চেষ্টা করছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই উদ্যোগে মোটামুটি সফলতার পথে আমিনুল ইসলামের বোর্ড।
জানা গেছে, বিসিবির আমন্ত্রণে সাড়া দিয়েছে ইউরোপীয় দল নেদারল্যান্ডস। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই মাঠে নামবে লিটন দাসের দল। টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী আগস্টেই বাংলাদেশ সফরে আসছে আইসিসির সহযোগী দেশটি।
বিসিবির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আগামী ১৯ থেকে ২৫ আগস্টের মধ্যে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হতে পারে। সময়সূচি প্রায় চূড়ান্ত, এখন বাকি শুধু আনুষ্ঠানিক ঘোষণা। এই সিরিজটি মূলত এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে।
এর আগে পাকিস্তান সিরিজ শেষে নতুন সিরিজ আয়োজনের দাবি জানিয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। এছাড়া বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসও সম্প্রতি বলেছিলেন, এশিয়া কাপের আগে একটা সিরিজ খেললে দল ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে।
ক্রিকেটারদের দাবিতে সাড়া দিয়েই নতুন সিরিজ আয়োজন করছে বিসিবি। যদিও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম কিছুদিন আগে বলেছিলেন, বড় দল না পাওয়ায় নেপাল বা নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতিমূলক সিরিজের কথা ভাবা হচ্ছে। শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দিকেই ঝুঁকেছে বিসিবি।
আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। যেখানে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। একই গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।
এমআই