
আইপিএল খেলতে অপেক্ষায় মুস্তাফিজ, যা ভাবছে বিসিবি
খেলা ডেস্ক
১৫ মে ২০২৫, ১৪:৪১
পাক-ভারত সংঘাতের পর আগামী ১৭ মে শুরু হচ্ছে আইপিএল। একইদিনে আরব আমিরাতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামবে বাংলাদেশ দল। কুড়ি ওভারের ক্রিকেটে টাইগার স্কোয়াডের অবধারিত নাম মুস্তাফিজুর রহমান। গতকাল বিকেলে আইপিএলে দল পেয়েছেন এ বাঁহাতি ক্রিকেটার। কাটার মাস্টারকে ৬ কোটিতে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।
আন্তর্জাতিক সূচির ব্যস্ততায় আইপিএলে দল পেলেও মোস্তাফিজের খেলা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। আরব আমিরাতের বিপক্ষে খেলবেন না কি আইপিএলে যাবেন, তা নিয়ে গতকাল সন্ধ্যা পর্যন্ত বেশ রহস্যই সৃষ্টি হয়েছিল। তবে বাংলাদেশ দলের সঙ্গে গত সন্ধ্যায় দুবাইয়ের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন মুস্তাফিজুর রহমান।
আইপিএলে টাইগার ফাস্ট বোলার দল পেলেও এ নিয়ে আগে থেকে কিছুই জানে না বলে নিশ্চিত করেছিল বিসিবি। বিসিবির ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফিস বলেছিলেন, ‘এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কিছু জানা নেই। মুস্তাফিজ এনওসির জন্য আবেদন করেননি। ছাড়পত্রের আবেদন পেলে সেটি বিবেচনা করে সিদ্ধান্ত জানানো হবে।’
গতকাল মুস্তাফিজ আবেদন না করলেও আইপিএলে খেলতে আজ অনাপত্তিপত্র চেয়েছেন তিনি। ক্রিকেট অপারেশন্সের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। আইপিএলে মুস্তাফিজের খেলার বিষয় এখন বিসিবির ওপর নির্ভর করছে। ধারণা করা হচ্ছে, আরব আমিরাত থেকেই আইপিএলে যোগ দিতে পারেন ফিজ। খুব সম্ভবত আজই এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।
আগামী ১৭ ও ১৯ মে শারজাহতে স্বাগতিক দলের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর পাকিস্তান সিরিজ খেলতে দেশটিতে যাওয়ার কথা থাকলেও সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে সফরটি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ধারণা করা হচ্ছে, আমিরাত সিরিজ খেলেই ভারতের বিমান ধরতে পারেন মুস্তাফিজ।
অবশ্য বিসিবি মনে করলে আগেও ছাড়পত্র দিতে পারে। যেহেতু পেস ইউনিটে বিকল্প অপশন থাকছে। আরব আমিরাত সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে মুস্তাফিজ ছাড়াও রয়েছেন- হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম। ফলে বাকিদের সুযোগ করে দিতে কাটার মাস্টারকে ছাড়তে পারে বিসিবি।
এমআই