Advertisement
Us Bangla Airlines
মুস্তাফিজের আইপিএলে খেলতে যাওয়া নিয়ে যা বলছে বিসিবি

মুস্তাফিজের আইপিএলে খেলতে যাওয়া নিয়ে যা বলছে বিসিবি

খেলা ডেস্ক

১৪ মে ২০২৫, ১৯:৫৮

ভারত-পাকিস্তানের সংঘাতের পর ফের শুরু হচ্ছে আইপিএল। আগামী ১৭ মে থেকে শুরু হওয়া আইপিএলের মাত্র ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে নিরাপত্তা ঝুঁকিতে বেশ কিছু বিদেশি ক্রিকেটার ফিরবেন না আইপিএলে। তাতেই কপাল খুলেছে মোস্তাফিজের। শেষ বেলায় আইপিএলে ডাক পেয়েছেন এই ক্রিকেটার।

রেকর্ডে পারিশ্রমিকে আজ মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। গ্রুপ পর্বে মাত্র ৩টি ম্যাচ খেলবে ফিজের দল। এত অল্প ম্যাচের জন্য মোস্তাফিজকে পেতে ৬ কোটি রুপি খরচ করবে দিল্লি। তবে প্লে-অফে ওঠলে আরও ১ বা ২টি ম্যাচ বাড়বে দিল্লির। তবুও ফিজকে এত পারিশ্রমিকে দলে টেনেছে অক্ষর প্যাটেলের দল।

৬ কোটি রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

শেষদিকে আইপিএলে দল পেলেও মোস্তাফিজের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। কারণ, আগামী ১৭ জুন থেকে বাংলাদেশ বনাম আরব আমিরাত সিরিজ শুরু হবে। এরপর পাকিস্তান সফরে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা বাংলাদেশের। সেখানে অবধারিত নাম মোস্তাফিজুর রহমান।

এদিকে টাইগার পেসারের আইপিএলে ডাক পাওয়ার বিষয়টি নিয়ে ‘অজ্ঞাত’ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি আইপিএলে খেলতে মোস্তাফিজ এখনো ছাড়পত্র বা এনওসির জন্য আবেদন করেননি বলে জানিয়েছে বিসিবির ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফিস।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত এ বিষয়ে কোনো কিছু জানা নেই। মুস্তাফিজ এনওসির জন্য আবেদন করেননি। যেহেতু দিল্লি তাদের পেজে জানিয়েছে, হয়তো খেলোয়াড়ের (মুস্তাফিজ) সাথে আগেই হয়তো কথা বলে রেখেছে। ছাড়পত্রের আবেদন পেলে সেটি বিবেচনা করে সিদ্ধান্ত জানানো হবে।’

এদিকে আইপিএলে ডাক পেলেও আজ আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মোস্তাফিজুর রহমান। নিজের ফেসবুক পেইজে তিনি ছবি শেয়ার করে লিখেন, ‘আরব আমিরাতের বিপক্ষে খেলতে যাচ্ছি। আমাকে আপনাদের প্রার্থণায় রাখবেন।’

উল্লেখ্য, আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ। একদিন পর, আগামী ১৮ মে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস। 

এমআই