Advertisement
Us Bangla Airlines
৬ কোটি রুপি পাবেন কি মোস্তাফিজ, নিয়ম কী বলে?
আইপিএল থেকে

৬ কোটি রুপি পাবেন কি মোস্তাফিজ, নিয়ম কী বলে?

খেলা ডেস্ক

১৫ মে ২০২৫, ১২:১৯

আইপিএলের শেষবেলায় মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। মাত্র তিন ম্যাচের জন্য বাংলাদেশি বোলারকে ৬ কোটি রুপি পারিশ্রমিকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। মাত্র ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে ৩ গুণ বেশি দামে কেনায় বিস্মিত হয়েছেন অনেকেই। তবে মৌসুম শেষে ৬ কোটি রুপি পাবেন কি মোস্তাফিজ?

আইপিএল নিয়ম বলছে ভিন্ন কথা। আইপিএল নীতিমালার ধারা ৬.৬ অনুসারে, কোনো বদলি খেলোয়াড়ের ফি মূল খেলোয়াড়ের চুক্তির চেয়ে বেশি হতে পারে না। এমনকি যতগুলো ম্যাচ তার যোগদানের আগে হয়ে গেছে, সে অনুপাতে তার ফি কেটে রাখা হবে। অর্থাৎ ৬ কোটি রুপি পারিশ্রমিক অনুযায়ী ৩ ম্যাচের জন্য যত টাকা ভাগে পড়ে, তত টাকা পাবেন মোস্তাফিজ।

মুস্তাফিজের আইপিএলে খেলতে যাওয়া নিয়ে যা বলছে বিসিবি

তবে আইপিএল থেকে পুরো ৬ কোটি রুপি না পেলেও বাংলাদেশের সাপেক্ষে বেশ একটা রেকর্ডের জন্ম দিয়েই ফেলেছেন এই বাঁহাতি পেসার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ক্রিকেটার এখন মোস্তাফিজুর রহমান। এর আগে সর্বোচ্চ পারিশ্রমিকধারী ছিলেন মাশরাফি বিন মোর্তজা।

আইপিএলের চলতি মৌসুমের ড্রাফটে মোস্তাফিজের নাম ওঠেছিল। কিন্তু সবশেষ মৌসুমে ৯ ম্যাচে ১৪ উইকেট পেলেও কাটার মাস্টারকে দলে ভেড়ায়নি কোনো দল। তবে শেষ সময়ে এসে অস্ট্রেলিয়ান ব্যাটার ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসেবে জায়গা পেয়েছেন এই বাংলাদেশি তারকা।

৬ কোটি রুপিতে আইপিএলে দল পেলেন মুস্তাফিজ

এদিকে আইপিএলে দল পেলেও মোস্তাফিজের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। কারণ, আগামী ১৭ মে থেকে বাংলাদেশ বনাম আরব আমিরাত সিরিজ শুরু হবে। এরপর পাকিস্তান সফরে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা বাংলাদেশের। সেখানে অবধারিত নাম মোস্তাফিজুর রহমান।

আইপিএলে মোস্তাফিজের ম্যাচ ১৮ মে থেকে শুরু হবে। দিল্লির বাকি ম্যাচ ২১ ও ২৪ মে। তিন ম্যাচের জন্য বিসিবি মোস্তাফিজকে অনাপত্তিপত্র দিবে কি না, সেটাই এখন মুখ্য বিষয়।

এমআই