
মোস্তাফিজকে ‘এ’ দলে খেলতে পাঠালো বিসিবি
খেলা ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫, ১৯:০৭
জাতীয় দলে সাদা বলের ক্রিকেটটাই খেলেন মোস্তাফিজুর রহমান। ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে সেই ক্ষুরধার মোস্তাফিজ নেই। টাইগার বোলারের প্রচলিত কাটারের খবর এখন সবারই জানা। ফলে শুধু কাটার দিয়ে মোস্তাফিজ প্রতিপক্ষের জন্য আর ভয়ংকর হয়ে ওঠতে পারছেন না।
সাদা বলের ক্রিকেটে গেল কয়েক বছর ধরেই মোস্তাফিজের ফর্ম পড়তির দিকে। যুঁতসই পিচ ছাড়া এই ফাস্ট বোলার হয়ে ওঠেন রান মেশিন। এককালে ভরসার প্রতীক হয়ে থাকা মোস্তাফিজ যেন বেশ সাদামাটা বোলার। এককালে ফাস্ট বোলিং ইউনিটের নেতৃত্ব দেওয়া এই বোলারকে এখন মাঝেসাঝে বসিয়ে রাখে বিসিবি।
ফর্মে ফিরতে এবার মোস্তাফিজকে ‘এ’ দলে খেলতে পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামী ১ মে তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ‘এ’ দল। তার আগে আজ (শনিবার) প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘোষিত স্কোয়াডে রয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এছাড়া ফাস্ট বোলার হিসেবে শরিফুল ইসলাম, এবাদত হোসেনকেও রেখেছে বাংলাদেশ দল। পাশাপাশি এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহানদের মতো জাতীয় দলে খেলা সাবেক ক্রিকেটারদেরও এই দলে রাখা হয়েছে।
গত বছরের সেপ্টেম্বরে লাল বলে দুটি চারদিনের টেস্ট ম্যাচ ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। তবে রাজনৈতিক কারণে বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে সেটি স্থগিত হয়ে যায়। যা নতুন করে চলতি সপ্তাহেই শুরু হতে যাচ্ছে।
আগামী ৫ মে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে ৭ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ‘এ’ দল। ১০ মে শেষ ওয়ানডে সিলেটের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজ শেষেই শুরু হবে দুটি চারদিনের ম্যাচ। ১৪ মে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম চারদিনের ম্যাচ। সিরিজের শেষ টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ২১ মে, মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।
বাংলাদেশ ‘এ’ দল
পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।
এমআই