Advertisement
Us Bangla Airlines
ডিপিএলে কেন খেলছেন না মুস্তাফিজ-রুবেলরা

ডিপিএলে কেন খেলছেন না মুস্তাফিজ-রুবেলরা

খেলা ডেস্ক

০৯ মার্চ ২০২৫, ১৫:১২

আন্তর্জাতিক সূচিতে ব্যস্ততা না থাকায় ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার অংশ নিয়েছেন। গত ৩ মার্চ থেকে শুরু হওয়া এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছে নতুন দুইটি দল, গুলশান ক্রিকেট ক্লাব এবং অগ্রণী ব্যাংক। এত দলের ভিড়েও ডিপিএলে পারিশ্রমিকে বনিবনা না হওয়ায় খেলা হচ্ছে না বেশ কিছু ক্রিকেটারের।

ডিপিএলের শুরুর দিকে দল নিয়ে অনিশ্চয়তায় ছিলেন জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস। ঘরোয়া লিগের এই টুর্নামেন্ট শুরুর একদিন আগে লিটনকে দলে নিয়েছে তামিমের মালিকানা দল গুলশান ক্রিকেট ক্লাব। পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় এবারের ডিপিএলে খেলছেন না মুস্তাফিজুর রহমান।

ঘরোয়া লিগের এই টুর্নামেন্টে নিয়মিত মুখ নাইম ইসলাম। রান আর রেকর্ডের বন্যায় ভাসিয়ে দিয়েছেন তিনি। তবুও এবারের ডিপিএলে দেখা যায়নি এই স্পিন বোলিং অলরাউন্ডারকে। নাঈম জানান, তার সঙ্গে কথা হচ্ছিল (ডিপিএলের) একটি দলের। তবে পুরো আসরে না পাওয়ার সম্ভাবনার কারণে আর কথা আগায়নি। এ ছাড়া এশিয়ান লিজেন্ডস লিগ শেষ হলে তাকে দেখা যেতে পারে ডিপিএলের শেষদিকে।

ডিপিএলের দুই রাউন্ডের খেলা শেষ হলেও এখনো কোনো দলে খেলেননি জাতীয় দলের সাবেক পেসার রুবেল আহমেদ। জানা যায়, লিজেন্ডস লিগকে সামনে রেখে নিজেকে আলাদা করে সাজাচ্ছেন রুবেল আহমেদ। ফলে ডিপিএলে খেলা হয়নি তার।

এমআই