Advertisement
Us Bangla Airlines
ডিপিএলে ৫১ বলে ২০ রান শান্তর, বাকিদের অবস্থা কী?

ডিপিএলে ৫১ বলে ২০ রান শান্তর, বাকিদের অবস্থা কী?

খেলা ডেস্ক

০৩ মার্চ ২০২৫, ১৫:৩৩

ওয়ানডে ফরম্যাটে ঘরোয়া প্রতিযোগিতার সবচেয়ে বড় টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নতুন আসর শুরু হয়েছে। ১২টি দলের অংশগ্রহণে আজ এই টুর্নামেন্ট শুরু হয়। এতে জাতীয় দলের ক্রিকেটাররাসহ দেশের সাবেক-বর্তমান তারকাদের অংশ নেওয়ার কথা রয়েছে। এমনকি উদ্বোধনী ম্যাচেই আবাহনীর হয়ে মাঠে নেমেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ডিপিএলে নেমেও ডট বলের প্রবণতা কমাতে পারেননি বাংলাদেশ জাতীয় দলের কাপ্তান। ৫১ বল খেলে মাত্র ২০ রান করে আউট হয়েছেন তিনি। মন্থর গতির এই ইনিংস খেলা শান্ত লেগ বিফোরের ফাঁদে কাটা পড়েন। যদিও আউট হয়ে মেজাজ হারাতে দেখা গেছে শান্তকে। বোঝা যাচ্ছিল আম্পায়ের সিদ্ধান্তে খুশি নন তিনি। যে কারণে তাকে হেলমেট ছুঁড়ে মারতে দেখা যায়।

ডিপিএলের শুরুতেই শান্তকে আবাহনীর জার্সিতে দেখা গেলেও তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজদের মতো তারকাদের দেখা মিলেনি। এছাড়া গতকাল গুলশান ক্রিকেট ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া লিটন কুমার দাসকেও দেখা যায়নি উদ্বোধনী দিনে। এমনকি প্রথম ম্যাচের ১৯ জনের তালিকাতেও ছিলেন না এই উইকেটরক্ষক ব্যাটার।

এদিকে লিগ শুরুর আগের দিন পর্যন্ত মুস্তাফিজুর রহমানকে ঘিরে অনিশ্চয়তা দেখা গিয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশের বাইরে থাকায় সশরীরে নিবন্ধন করতে পারেননি তিনি। অনলাইনে দলবদলের টোকেন নিলেও কোনো দলের হয়ে জমা দেননি গত আসরে প্রাইম ব্যাংকে খেলা বাঁহাতি পেসার।

সিসিডিএম সূত্রে জানা গেছে, নতুন দল চূড়ান্ত না হলে পুরোনো দলের সঙ্গে সমঝোতার মাধ্যমে যে কোনো দিন থেকে মাঠে নামতে পারবেন মুস্তাফিজ।

এমআই